জুন মালিয়ার মিথ্যে ধরে ফেলল বিজেপি! রিপোর্টে বড় তথ্য ফাঁস, মহা বিপাকে তৃণমূল প্রার্থী

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি প্রকাশিত হয়েছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিকের ফলাফল। এই আবহে প্রকাশিত হচ্ছে রাজনৈতিক নেতাদেরও রিপোর্ট কার্ড। গত পাঁচ বছরে তারা এলাকায় কী কী উন্নয়ন করেছে, সেই সব তথ্য উল্লেখ করা হচ্ছে এই রিপোর্ট কার্ডে‌ যা জনসমক্ষে তুলে ধরা হচ্ছে। সেই মতো সামনে এসেছে জুন মালিয়ার (June Malia) রিপোর্ট কার্ডটিও।

প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে জোর জল্পনা। কিন্তু কেন, কী আছে সেই রিপোর্ট কার্ডে? যা নিয়ে বিতর্কের মুখে ফের তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রার্থী জুন মালিয়া। জুন মালিয়া রিপোর্ট কার্ড প্রকাশ্যে আসার পরেই ময়দানে নেমে পড়েছে বিজেপি। বিজেপির বক্তব্য, জুন মালিয়া নাকি মিথ্যা রিপোর্ট কার্ড পেশ করেছেন। মেদিনীপুর বিধানসভার বিধায়ক জুন মালিয়ার রিপোর্ট কার্ড নিয়ে কাটাছেঁড়া বিশ্লেষণ শুরু করে দিয়েছে বিজেপি (Bharatiya Janata Party)।

আরোও পড়ুন : বড়সড় উদ্যোগ রেলের! চালু হচ্ছে হাওড়া থেকে এই জনপ্রিয় রুটে বন্দে ভারত, দেখুন বিস্তারিত

জুনের দেখানো রিপোর্ট কার্ডে সংখ্যাতত্ত্বে গড়মিল রয়েছে বলে দাবি বিজেপি-র। জুন মালিয়া গত তিন বছর ধরে মেদিনীপুর বিধানসভার বিধায়ক। পৌরসভার ২৫ টি ওয়ার্ড এবং দুটি ব্লক নিয়ে মেদিনীপুর বিধানসভা। গত তিন বছরের জুন মালিয়া এই বিধানসভা এলাকায় কী কী কাজ করেছেন, তার একটা হিসাব সাংবাদিক বৈঠক করে রিপোর্ট কার্ড আকারে প্রকাশ করেছেন।

আরোও পড়ুন : পাহাড়ের পর্যটকদের জন্য মন ভালো করা খবর! সাত বছর পর এই পরিষেবা ফের শুরু হচ্ছে দার্জিলিংয়ে

এই রিপোর্ট কার্ডে প্রায় ১৫ কোটির বেশি হিসাব দেখানো হয়েছে। সেখানেই বেঁধেছে যত গোল। অংকের হিসেব মেলাতে চুলচেরা বিশ্লেষণে বসে গেছে বিজেপি।বিজেপির জেলার সাধারণ সম্পাদক তথা জেলা মুখপাত্র অরূপ দাস ঘোরতর অভিযোগ তুলেছেন। তিনি বলছেন, একজন বিধায়ক সরকারিভাবে গত তিন বছরে কত কোটি টাকা পান?

নিয়ম অনুযায়ী, তিনি তিন বছরে পাবেন ১ কোটি ৮০ লক্ষ টাকা, কীভাবে বিধায়ক গত তিন বছরে প্রায় ১৫ কোটি টাকারও বেশি হিসাব দেখাচ্ছেন? অরূপ দাসের অভিযোগ, জুন ভুল রিপোর্ট কার্ড তৈরি করে সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে। বিজেপির এই অভিযোগ অবশ্য নস্যাৎ করে দিয়েছে তৃণমূল।

june maliya

যুব তৃণমূলের জেলা সভাপতি নির্মাল্য চক্রবর্তীর দাবি, “বিজেপি শুধু অভিযোগই করতে জানে। তারা কাজ করতে জানেনা । আমাদের সৎ সাহস রয়েছে, তাই আমরা রিপোর্ট কার্ড প্রকাশ করেছি। বিধায়ক তাঁর তত্ত্বাবধানে এ সমস্ত কাজ করিয়েছেন তারই হিসাব দিয়েছেন।” যদিও এই নিয়ে এখনও জুন মালিয়ার কোনও মন্তব্য করেননি।

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর