বাংলাহান্ট ডেস্ক: বেশ কিছুদিন আগেই প্রয়াত সঙ্গীত পরিচালক ওয়াজিদ খানের (wajid khan) পরিবারের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ আনেন পরিচালকের স্ত্রী কমলরুখ খান (kamalrukh khan)। বিয়ের পর এমনকি স্বামীর মৃত্যুর পরেও জোর করে তাঁকে ধর্মান্তকরণের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তোলেন কমলরুখ। এবার প্রয়াত স্বামীর বিরুদ্ধেও অভিযোগ আনলেন তিনি।
ওয়াজিদ নিজেও তাঁকে ধর্মান্তকরণের জন্য জোর করতেন বলে দাবি করেন কমলরুখ। এমনকি ধর্ম পরিবর্তন না করলে তাঁকে ডিভোর্স দেওয়ারও হুমকি দেন ওয়াজিদ। এমনটাই সম্প্রতি অভিযোগ করেন প্রয়াত সঙ্গীত পরিচালকের স্ত্রী।
কমলরুখ জানান, ওয়াজিদের দোষ একটাই ছিল। তিনি অন্যের কথায় খুব সহজেই প্রভাবিত হয়ে যেতেন। নিজস্ব কোনো মতামত ছিল না তাঁর। কমলরুখ জানান, একবার ওয়াজিদ তাঁকে হুমকি দিয়েছিলেন ধর্মান্তকরণ না করলে তিনি তাঁকে ডিভোর্স দেবেন। এমনকি বেশ কিছুদিন তাঁরা আলাদাও ছিলেন।
কমলরুখ জানান, ২০১৪ তে তাঁরা আলাদা হয়ে যান। কিন্তু ডিভোর্সের হুমকি দিয়ে ধর্ম পরিবর্তন করানোর চেষ্টার কথা তিনি আদালতে জানিয়ে দেন। তবে ওয়াজিদের কেরিয়ারে ক্ষতির কথা চিন্তা করে এই বিষয়গুলো সেই সময় সর্বসমক্ষে আনেননি কমলরুখ। তবে এতকিছু সত্ত্বেও ওয়াজিদের প্রতি ভালবাসা কমেনি কমলরুখের। মৃত্যু্র আগে স্বামীর কষ্টের কথা ভেবেও দুঃখপ্রকাশ করেন তিনি।
প্রসঙ্গত, এর আগে কমলরুখ স্পষ্ট অভিযোগ করেন ইসলাম ধর্মে পরিবর্তিত না হলে তাঁর সন্তানদের উত্তরাধিকার নিতে দেওয়া হচ্ছে না তাঁকে। সোশ্যাল মিডিয়া পোস্টে কমলরুখ জানান, কলেজে পড়াকালীনই ওয়াজিদ ও তিনি একে অপরের প্রেমে পড়েন। ওয়াজিদ ছিলেন মুসলিম ও তিনি নিজে পার্সী। কমলরুখ জানান স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। এই অ্যাক্ট অনুসারে তাঁরা দুজনেই বিয়ের পর নিজের নিজের ধর্ম মেনে চলতে পারবেন।
তবে কমলরুখের অভিযোগ, বিয়ের আগে তাঁর পার্সী পরিবারে যেমন সুস্থ বিতর্ক, মত প্রকাশে স্বাধীনতা ছিল, বিয়ের পর ওয়াজিদের রক্ষণশীল পরিবারে তা পাননি তিনি। তাঁর মতো শিক্ষিত, নিজের ভিন্ন মতামত দেওয়া মেয়ে মেনে নিতে পারছিলেন না কেউ। উপরন্তু তাঁর উপর ধর্মান্তকরণ করার জন্য চাপ দেওয়া শুরু হয়।
এমনকি কমলরুখ এমনো অভিযোগ করেন, তিনি ধর্ম পরিবর্তন করতে না চাওয়ায় তাঁর ও ওয়াজিদের সম্পর্কেও চিড় ধরে। সন্তানদের বাবা হওয়ার কর্তব্যেও অবহেলা শুরু করেন তিনি। এখন ওয়াজিদ খান মারা যাওয়ার পর ফের তাঁকে ধর্ম পরিবর্তন করার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে জানান কমলরুখ।