থরহরিকম্প পাকিস্তানে, অপহৃত মুম্বই হামলার মূল চক্রী হাফিজের ছেলে! খেল দেখাচ্ছে ভারত?

বাংলা হান্ট ডেস্ক: মুম্বইয়ে ২৬/১১ হত্যার মাস্টার মাইন্ড পাকিস্তানের হাফিজ সইদের (Hafiz Saeed) ছেলে নিখোঁজ। সইদের ছেলেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ টাইমস অ্যালজেব্রা একটি পোস্ট করে এক্স হ্যান্ডেলে। ওই পোস্টে ছবি দিয়ে লেখা হয়, হাফিজ পুত্র কামালউদ্দিন সইদ (Kamaluddin Saeed) গায়েব।

সেখানে আরও দাবি করা হয়, ‘পেশোয়ার থেকে কামালউদ্দিন সইদকে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা গাড়িতে করে তুলে নিয়ে গিয়েছে। ISI এখনও এই ঘটনার কোনও ক্লু পায়নি। কামালউদ্দিন কোথায় রয়েছে সেই সংক্রান্ত কোনও তথ্যও নেই পাক গুপ্তচরদের কাছে। ISI ও পাকিস্তানের অন্যান্য জঙ্গি সংগঠনগুলি এই ব্যাপারে পুরোপুরি হতবাক।’

এরপরেই এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। উল্লেখ্য, গত বছর ২৬/১১ (Mumbai Attack) হত্যার মূল চক্রী হাফিজের বাড়িতে বিস্ফোরণ ঘটে‌। তাকে হত্যার জন্যই নাশকতার ছক বলে মনে করা হচ্ছিল। এরপরেই পাক সরকারের তরফে তার বাড়ির সামনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়‌।

হাফিজের ছেলের গায়েব হয়ে যাওয়ার ঘটনায় নেটিজেনদের একাংশের দাবি, এর জেরে পাকিস্তানের (Pakistan) জঙ্গি সংগঠনগুলির মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। তবে পাক সরকারের তরফে এই নিয়ে কোনও মন্তব্য এখনও অবধি করা হয়নি।

 

প্রসঙ্গত, গত কয়েক বছরে পাকিস্তানের একের পর এক জঙ্গি নিহত হয়েছে‌। ২০২২-র মার্চে করাচিতে খুন হয় জইশ-ই-মহম্মদের শীর্ষ কমান্ডার জহুর মিস্ত্রি। ২০২২-এর শেষের দিকে করাচিতে খুন হয় কাশ্মীরের আল বদর নামের জঙ্গি সংগঠনের নেতা সৈয়দ খালিদ রাজা। চলতি বছরের মে মাসে লাহোরে খুন হয় খলিস্তানি জঙ্গি তথা ১৯৯৯ সালে চণ্ডীগড়ের জঙ্গি হামলার মাস্টারমাইন্ড পরমজিৎ সিং পাঞ্জওয়ার।

Monojit

সম্পর্কিত খবর