১০০ মিটার দৌড়ে ৯.৫১ সেকেন্ডে শ্রীনিবাসকে পেছনে ফেলে দেয় নিশান্ত শেট্টি । মহিষের দৌড়ে একের পর এক রেকর্ড ভেঙেই চলেছে সে ব।েকের পর উসেইন বোল্টের রেকর্ড ভেঙে জনপ্রিয় হয়েছেন শ্রীনিবাস গৌড়া। কিন্তু তাকেও টেক্কা দিলো নিশান্ত শেট্টি। নিশান্ত শেট্টি নামে এই কাম্বালা রানার ১০০ মিটার দৌড়েছেন ৯.৫১ সেকেন্ডে। সম্প্রতি শ্রীনিবাস ১০০ মিটার দৌড়েছেন ৯.৫৫ সেকেন্ডে। আর এভাবেই নতুন রেকর্ড গড়েছেন এই ক্রীড়াবিদ।কিছুদিন আগেই শ্রীনিবাসকে সংবর্ধনা দেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা। তার এই দূরন্এত প্রতিভার জন্য তিনি পেয়েছেন একাধিক পুরস্কার । শ্রীনিবাসকে ৩ লক্ষ টাকা পুরস্কারও দেয় সরকার, তার অসামান্য এই প্রতিভায় তিনি এর আগেও অনেক পুরস্কার পেয়েছেন। কিন্তু এই প্রথম বার পুরস্কার হিসেবে পেলেন টাকা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজুও কাম্বালা রানারের প্রশংসা করে একটি টুইট করেন । আর তিনি জানিয়েছেন খেলার আগ্রহ দেখে তিনি বেজায় খুশি হয়েছেন। পাশাপাশি তিনি এও জানিয়েচেন যে শ্রীনিবাসের প্রশিক্ষণের ব্যবস্থা করে দেওয়া হবে। কোনওদিন ট্র্যাকে দৌড়ননি , তাই সাই-এর কোচেদের সামনে ট্রায়াল দিতে নারাজ শ্রীনিবাস। । বরাবরই মাঠে থেকে তিনি অভ্যস্ত তাই তিনি নিজেই কি করবেন সেটাই এখন দেখার ব্যাপার।
ভারতের প্রতিভা দেখে অবাক বিশ্ব: দৌড়ে বোল্ট ও শ্রীনিবাসকে পেছনে ফেলে দিলেন কর্ণাটকের আরেক যুবক
সম্পর্কিত খবর