বাংলা হান্ট নিউজ ডেস্ক: গত দুই বছর ধরেই ভারতীয় ক্রিকেটে একটি বিশেষ প্রবণতা দেখা গিয়েছে। একাধিক ক্রিকেটার ভারতীয় জাতীয় দলের (Team India) সঙ্গে যুক্ত থাকছেন এবং প্রয়োজনে একাধিকবার রোটেশনও করা হচ্ছে যাতে তারকা ক্রিকেটারদের সূচির চাপ অনুভব না করতে হয়। গত দুই বছরে এমনও পরিস্থিতি দেখেছে ক্রিকেট বিশ্ব যেখানে ভারত একই সময়ে দুটি আলাদা ফরম্যাটে দুটি বিভিন্ন দলের বিরুদ্ধে নিজেদের স্কোয়াড নামাতে সক্ষম হয়েছে। এই মুহূর্তেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) টি টোয়েন্টি সিরিজে তারা ওডিআই সিরিজের থেকে প্রায় আলাদা দল নিয়ে মাঠে নেমেছে।
এই পদক্ষেপ একদিকে যেমন প্রশংসিত হয়েছে তেমনি সমালোচিতও হয়েছে। ভারতীয় দল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যখন ইংল্যান্ডের কাছে ১০ উইকেটের ব্যবধানে হেরে ছিটকে গিয়েছিল তখন অনেকেই এই রোটেশন পলিশিকে দায়ী করেছিলেন। দলে গোটা বছর ধরে একাধিক পরিবর্তন এই হারের কারণ বলে অনেকের মনে হয়েছিল।
তবে একটা ব্যাপার হয়তো কেউই অস্বীকার করতে পারবেন না সেটা হলো যে ভারতের হাতে এখন যথেষ্ট প্রতিভাবান ক্রিকেটার রয়েছে যার জন্য তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ক্রিকেটারদের মাঠে নামিয়ে এক্সপেরিমেন্ট করার ক্ষমতা অর্জন করেছে। এর ফলে অনেক বেশি ক্রিকেটাররা জাতীয় দলে নিজের যোগ্যতা প্রমানের সুযোগ পাচ্ছেন।
এমনটা কি পাকিস্তান ক্রিকেট দল কোনদিনও করতে পারবে? প্রাক্তন পাকিস্তানি উইকেট রক্ষক কামরান আকমলের সামনে সম্প্রতি এই প্রশ্ন রেখেছিলেন এক পাকিস্তানি সাংবাদিক। কামরান বরাবরই নিচের ইউটিউব চ্যানেলে ক্রিকেট বিষয়ে ঘটে চলা বিভিন্ন সিরিজ, টুর্নামেন্ট ইত্যাদি বিষয়ে নিজের বক্তব্য রেখে থাকেন। এই প্রশ্নের জবাবে তিনি একটা মজাদার কথা বলেছেন।
কামরান আকমল সাংবাদিকের এই প্রশ্নের জবাবে বলেছেন, “আগে আমাদের একটা দল তো ঠিকঠাক ভাবে গঠন করতে দিন তারপর দু-তিনটা দল গঠন করার প্রশ্ন আসবে।” সাম্প্রতিক অতীতে সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তান ভদ্রস্ত পারফরম্যান্স করেছে। তারা এশিয়া কাপ এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল কিন্তু ট্রফি জয় করতে ব্যর্থ হয়েছে। যদিও টেস্ট ফরম্যাটে তাদের পারফরম্যান্স অত্যন্ত নিম্নমানের। ঘরের মাটিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিততে ব্যর্থ হয়েছে তারা।