ভেঙে গেল সচিনের ১০০ শতরানের রেকর্ড! পাকিস্তানের এই ক্রিকেটার করলেন ২০০ শতরান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট বিশ্বে সবচেয়ে বেশি শতরানের মালিক কে? এই প্রশ্নের উত্তরটা খুবই সহজ। একটা ছোট বাচ্চাও বলে দেবে যে এই প্রশ্নের উত্তর হল সচিন টেন্ডুলকার (Sachin Tendulkar)। এই ভারতীয় ক্রিকেট কিংবদন্তি নিজের ২৪ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে টেস্ট ও ওডিআই মিলিয়ে মোট ৬৬৩ টি ম্যাচ খেলেছে। আর এই ম্যাচগুলিতে তার শতরানের সংখ্যা ১০০।

পাকিস্তান ক্রিকেটের দুই আকমল ভ্রাতৃদ্বয় কামরান আকমাল (Kamran Akmal) এবং উমর আকমলকে সকলেই চেনেন। দুজনেই দীর্ঘদিন ধরে পাকিস্তান ক্রিকেটের সেবা করেছেন। একজন উইকেট রক্ষক ও টপ অর্ডার ব্যাটার হিসেবে এবং অপরজন মিডল অর্ডারে পিঞ্চ হিটার হিসেবে বিখ্যাত। তার পাশাপাশি দুজনে আরও একটা কারণে বিখ্যাত।

ইংরেজি ভাষাটা ঠিকঠাক না জানাটা একেবারেই কোনও অন্যায়ের বিষয় নয়। কিন্তু কেউ সেই ভাষাটা সঠিকভাবে না জানা সত্ত্বেও যদি ভুলভালভাবে প্রয়োগ করেন তখন সেটা সমস্যার বিষয় না হলেও হাসির ব্যাপার হয়ে দাঁড়ায় তাতে কোন সন্দেহ নেই। আর পাকিস্তানের এই দুই প্রাক্তন তারকা ঠিক এই কারণেই বিখ্যাত সোশ্যাল মিডিয়ায়।

এই মুহূর্তে পাকিস্তান দল শ্রীলঙ্কার মাটিতে একটি টেস্ট সিরিজ খেলছে যেখানে তারা চালকের আসনে রয়েছে। প্রথম ইনিংসে তরুণ ও নবাগত ক্রিকেটার সাউদ শাকিলের (Saud Shakeel) দ্বিশতরানে ভর করে পাকিস্তানকে সুবিধাজনক জায়গায় নিয়ে যাওয়ার পাশাপাশি শ্রীলঙ্কাকে বড্ড বেশি চাপে ফেলে দিয়েছেন বাববরা। আর এই কীর্তির জন্য পাকিস্তানের এই ক্রিকেটারকে শুভেচ্ছা জানাতে গিয়েই বিপত্তি বাঁধান কামরান আকমল।

ka w twt

তিনি শুভেচ্ছা জানাতে গিয়ে ইংরেজিতে যা লেখেন তার মানে দাঁড়ায়, “প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২০০ শতরান করার জন্য সাউদ শাকিলকে অভিনন্দন।” এখানে তিনি শ্রীলঙ্কার বানানও ভুল লেখেন। ব্যঙ্গ করে বলতে শুরু করে দিয়েছেন যে তাহলে আজ থেকে ক্রিকেট বিশ্বে সবচেয়ে বেশি শতরানের মালিক হলেন দুজন, প্রথমজন শাকিল এবং দ্বিতীয়জন সচিন।

 

ad

Reetabrata Deb

সম্পর্কিত খবর