ভারত-পাকিস্তান সিরিজ নির্ভর করছে সৌরভের সিদ্ধান্তের ওপর, দাবি কামরান আকমলের

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন হয়ে গেল ভারত এবং পাকিস্তানের মধ্যে কোন দ্বিপাক্ষিক সিরিজ অনুষ্ঠিত হয়নি কারন দুই দেশের সম্পর্ক খুবই খারাপ। বর্তমানে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক খুবই তলানিতে ঠেকেছে যার প্রভাব পড়েছে ক্রিকেটের বাইশগজে। দুই দেশের সম্পর্ক এতটাই খারাপ পর্যায়ে চলে গিয়েছে যে ভারত পাকিস্তানের সঙ্গে কোন দ্বিপক্ষিক সিরিজ খেলতে নারাজ। এমনকি পাকিস্তানে গিয়ে কোন আইসিসির টুর্নামেন্ট খেলাও সরাসরি নাকচ করে দেয় বিসিসিআই।

0f8ff 16252183808679 800

আর এমন পরিস্থিতিতে পাকিস্তানের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল দাবি করলেন, সৌরভ গাঙ্গুলী চাইলেই দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ হওয়া সম্ভব। তার মতে বিসিসিআই এবং সৌরভ গাঙ্গুলী সবুজ সংকেত দিলেই ভারত ও পাকিস্তান ফের বাইশ গজে মুখোমুখি হবে।

whatsapp image 2021 07 03 at 12.35.00 pm 202107646012

একটি ইউটিউব চ্যানেলে কামরান আকমল বলেন, “বর্তমানে বিসিসিআইয়ের প্রধান হিসেবে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এই সৌরভ গাঙ্গুলী নিজের ক্রিকেট জীবনে একাধিক ভারত- পাকিস্তান সিরিজে মুখোমুখি হয়েছে। সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বে ভারত পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ খেলেছে। তাই সৌরভ গাঙ্গুলী জানে ভারত- পাকিস্তান ক্রিকেটের গুরুত্ব কতটা। সৌরভ গাঙ্গুলী যতদিন বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে থাকবেন ততদিন আমাদের আশা থাকবে এই ব্যাপারটি নিয়ে সৌরভ কিছু একটা সমাধান বের করবে। তবে রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ার ভয়ে বর্তমানে সৌরভ এই ব্যাপারে মুখ খুলতে পারছেনা। তবে আমরা আশা রাখি দ্রুত এই সমস্যার সমাধান হবে এবং বাইশগজে ফের ভারত এবং পাকিস্তান মুখোমুখি হবে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর