এমনো হয়! দশ টাকার ফুচকা খেতে গিয়ে ১ লাখ টাকা খোয়ালেন অভিনেত্রী কাম‍্যা পাঞ্জাবি

বাংলাহান্ট ডেস্ক: বলিউড থেকে টলিউড সর্বত্র এখন ফুচকা-ময় (Fuchka)। ডায়েট ভুলে গপাগপ ফুচকা মুখে পুরছেন তারকারা। কিন্তু ফুচকা খেতে গিয়েই এত বড় ক্ষতি হয়ে যাবে, তা যদি আগে থেকে টের পেতেন তাহলে হয়তো দোকানের ছায়াও মাড়াতেন না অভিনেত্রী কাম‍্যা পাঞ্জাবি (Kamya Punjabi)। ফুচকা খেতে গিয়ে নগদ ১ লক্ষ টাকা হারিয়ে বসেন তিনি।

ফুচকা খেতে খেতে এতটাই বিভোর হয়ে পড়েছিলেন কাম‍্যা যে এক লাখ টাকা দোকানে ফেলেই ফেরত চলে আসেন তিনি। খাবারের স্বাদ গ্রহণ করতে আর পোজ দিয়ে ছবি তুলতেই ব‍্যস্ত ছিলেন তিনি। টাকার কথা বেমালুম ভুলেই মেরে দিয়েছিলেন। যখন খেয়াল পড়ে তখন মাথায় হাত দিয়ে বসা ছাড়া আর কোনো উপায় ছিল না।

kamya punjabi bigg boss contestant 141213
সম্প্রতি এক সাক্ষাৎকারে কাম‍্যা জানান, সদ‍্য একটি অনুষ্ঠানে যোগ দিতে ইন্দোরে গিয়েছিলেন তিনি। সেখান থেকে ফেরার সময়ে বন্ধু সন্তোষ গুপ্তা তাঁকে বলেন, একটি দারুন ফুচকার দোকানের কথা। ইন্দোরের চাট যে গোটা দেশে বিখ‍্যাত তা কে না জানে? তাই এমন লোভনীয় প্রস্তাব পেয়ে আর না বলতে পারেননি কাম‍্যা।

বন্ধুর সঙ্গে তিনি পৌঁছে যান ফুচকার দোকানে। তাঁর সঙ্গে ছিল একটি খাম যাতে নগদ ১ লাখ টাকা ছিল। খামটি কাছছাড়া করতে চাননি কাম‍্যা। তাই ওটা সঙ্গে নিয়েই গিয়েছিলেন ফুচকা খেতে। অভিনেত্রী জানান, টেবিলের এক পাশে খামটি রেখে খাচ্ছিলেন তিনি। ফুচকার স্বাদে আর ছবি তোলার ঠেলায় তিনি বেমালুম ভুলে যান টাকার খামের কথা।

সেটা দোকানে ফেলে রেখেই চলে আসেন তিনি। হোটেলে ফিরে কাম‍্যার মনে পড়ে টাকার কথা। সঙ্গে সঙ্গে প্রযোজক বন্ধু দৌড়ান দোকানে। কাম‍্যা জানান, জায়গাটা এতটাই ব‍্যস্ত ছিল যে তিনি টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু সৌভাগ‍্যবশত কাম‍্যার বন্ধু গিয়ে দেখেন, তাঁরা যেখানে খামটি রেখেছিলেন সেখানেই রয়েছে। অভিনেত্রী বলেন, ইন্দোরের মানুষরা সত‍্যিই খুব সৎ এব‌ং দয়ালু।

Niranjana Nag

সম্পর্কিত খবর