বাংলাহান্ট ডেস্ক: প্রকাশ্যে এল কঙ্গনা রানাওয়াতের পরবর্তী ছবি ‘পাঙ্গা’র ট্রেলার। সোমবার মুম্বইয়ের একটি অনুষ্ঠানে তাঁর ছবির ট্রেলার প্রকাশ করেন অভিনেত্রী। কাবাডি খেলোয়াড় তথা ২০১০ সালে ভারতীয় কাবাডি দলের ক্যাপ্টেন জয়া নিগমের ভূমিকায় অভিনয় করেছেন কঙ্গনা।
৩২ সালে কি কামব্যাক করা যায় না? ছেলের এই ছোট্ট প্রশ্ন নতুন করে স্বপ্ন দেখতে শেখায় জয়াকে। ২০১০ সালের ভারতীয় দলের ক্যাপ্টেন এখন স্বামী, পুত্র নিয়ে সংসার চালাচ্ছে। ট্রেলারে মায়ের চরিত্রে অসাধারন অভিনয় করেছেন কঙ্গনা। অপরদিকে রেলে চাকরিও করেন তিনি। টিকিট বেচার কাজ তাঁর। হঠাৎ একদিন কয়েকজন যুবতী কাবাডি খেলোয়াড়কে স্টেশনে বসে থাকতে দেখে এগিয়ে যান জয়া। কিন্তু তাঁকে দেখেও চিনতে পারে না কেউ। এই ঘটনা নাড়িয়ে দেয় তাঁকে। তাঁর মনে হয় কাবাডি খেলোয়াড়দের কেউ মনে রাখে না। উপরন্তু এখন তিনি একজন মা। তাঁর জীবন আর আগের মতো নেই।
কিন্তু ছোট ছেলের একটা প্রশ্নই ফের সাহস যোগায় জয়ার মনে। পুনরায় শুরু করেন তিনি কাবাডি প্র্যাকটিস। এরপর তাঁকে দেখা যায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। মা হওয়া মানে জীবনের সব স্বপ্ন শেষ হয়ে যাওয়া নয়, এই বার্তাই দেয় কঙ্গনার ‘পাঙ্গা’।
ছবিতে কঙ্গনা রানাওয়াতের বিপরীতে দেখা যাবে জসসি গিলকে। কঙ্গনার মার চরিত্রে অভিনয় করেছেন নীনা গুপ্তা। এছাড়াও দেখা যাবে রিচা চাড্ডাকে। ছবির পরিচালনা করেছেন অশ্বিনী আইয়ার তিওয়ারি। এর আগে নীল বাটটে সন্নাটা ও বরেলি কি বরফির মতো জনপ্রিয় ও সফল ছবিও পরিচালনা করেছেন তিনি।