বিবাদ মেটেনি এখনো, বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ ঘাড়ে নিয়েই পিঙ্কির সঙ্গে জুটি বাঁধছেন কাঞ্চন

Published On:

বাংলাহান্ট ডেস্ক: মাস কয়েক আগেই বিনোদন জগৎ উত্তাল হয়েছিল কাঞ্চন মল্লিক (kanchan mullick) পিঙ্কি চট্টোপাধ‍্যায়ের (pinki banerjee) দাম্পত‍্য কলহে। কাঞ্চনের বিরুদ্ধে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর অভিযোগ এনেছিলেন স্ত্রী পিঙ্কি। বেশ কিছুদিন বিতর্কে থাকার পর পরিস্থিতি এখন অনেকটাই আয়ত্তে। এমনকি নতুন উদ‍্যমে পর্দায় কাজও শুরু করেছেন কাঞ্চন পিঙ্কি। পরমব্রত চট্টোপাধ‍্যায়ের ‘বনি’ ছবিতে দম্পতির ভূমিকায় দেখা যাবে এই রিয়েল লাইফ জুটিকে।

শুটিং অবশ‍্য বিতর্কের অনেক আগেই সারা হয়ে গিয়েছিল। আগামী পুজোতেই মুক্তি পেতে চলেছে বনি। তার আগে সোমবার প্রকাশ‍্যে এল ছবির ট্রেলার। সেখানেই কাঞ্চন পিঙ্কির রিল লাইফ জুটির দেখা পেল দর্শকরা। কাঞ্চনের চরিত্রটি একজন মধ‍্যবিত্ত কেরানির। ভাঙাচোরা জিনিস সারিয়ে নতুন করে তোলা তাঁর একটা নেশা। একদিন চোরাবাজার থেকে একটি রোবট খুঁজে পেয়ে সেটাকে বাড়িতে নিয়ে আসেন তিনি।


কাঞ্চনের অনস্ক্রিন স্ত্রীর ভূমিকায় রয়েছেন পিঙ্কি। মূল গল্প অর্থাৎ পরমব্রত কোয়েল জুটির গল্পের সঙ্গে সমান্তরাল ভাবে চলতে থাকবে তাঁদের গল্পটি। কিন্তু দুজনেই কোথাও না কোথাও সংযুক্ত। পরমব্রত কোয়েল অভিনয় করছেন প্রবাসী বাঙালি ব‍্যবসায়ী দম্পতির চরিত্রে। একটি দুর্ঘটনার পরে সন্তানকে জন্ম দেন কোয়েল। কিন্তু জানা যায় সেই সন্তান স্বাভাবিক শিশুদের মতো নয়। তাকে নিয়েও শুরু হয় চক্রান্ত। শেষমেষ সব রহস‍্যের জট খুলবে কীভাবে? তার জন‍্য অপেক্ষা করতে হবে পুজো পর্যন্ত।

বনি ছবিটির পরিচালনার পাশাপাশি সহ প্রযোজনাও করেছেন পরমব্রত চট্টোপাধ‍্যায়। শীর্ষেন্দু মুখোপাধ‍্যায়ের কল্পবিজ্ঞান ভিত্তিক লেখার উপরেই তৈরি বনি ছবিটি। পরমব্রত, কোয়েল, কাঞ্চন ছাড়াও ছবিতে রয়েছেন অঞ্জন দত্তও। পুজোতে একঝাঁক নতুন বাংলা ছবির ভিড়ে কেমন ব‍্যবসা করে বনি সেটাই এখন দেখার।

https://www.instagram.com/tv/CUUMLG1joeX/?utm_medium=copy_link

আপাতত পরিচালক সায়ন্তন ঘোষালের ‘হীরকনগরের হিরে’ ছবিতে অভিনয় করছেন কাঞ্চন। দ্বৈত চরিত্রে দেখা যাবে তাঁকে। পারিবারিক হিরে নিয়ে ছবির কাহিনি। রহস‍্য রোমাঞ্চের কিছুটা কমেডির ছোঁয়াও মিলবে গল্পে। তবে এতটুকুও। এর থেকে বেশি আর বলতে রাজি হননি কাঞ্চন।

সম্পর্কিত খবর

X