বাংলাহান্ট ডেস্ক: অভিনয় ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় মুখ কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। সঞ্চালনা দিয়ে শুরু করে অভিনয়ে পা রাখেন তিনি। দীর্ঘ কেরিয়ারে তিনি অভিনয় করেছেন ছোটপর্দা থেকে বড়পর্দা, এমনকি ওয়েব সিরিজেও। অভিনয়ের পাশাপাশি এখন রাজনীতিতেও পা রেখেছেন কাঞ্চন। বিধায়ক হয়েছেন তিনি। কিন্তু এত বছর পরেও রোগা হওয়া নিয়ে কটাক্ষ কম শুনতে হয় না তাঁকে।
বডি শেমিং চলে আসছে অনেকদিন ধরেই। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে এ নিয়ে বেড়েছে ট্রোলিংও। তবে অনেকে এখন বডি শেমিংয়ের বিরুদ্ধে রুখেও দাঁড়াচ্ছেন। মজার ছলে করা মন্তব্যও যে মানুষের মনে আঘাত দিতে পারে তা এখন উপলব্ধি করতে শুরু করেছে মানুষ। এবার এ বিষয়ে নিজের অভিজ্ঞতা জানালেন কাঞ্চন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বিধায়ক জানান, তিনি ছোট থেকেই একটা কথা শুনে আসছেন। জন্মের পর সদ্যোজাত কাঞ্চনকে নাকি একটা কাপড়ে মুড়িয়ে দেওয়া হয়েছিল। কারণ জন্মের পর তাঁর ওজন খুবই কম ছিল। সেই শুরু, তারপর থেকে নাগাড়ে নিজের রোগা হওয়া নিয়ে কটাক্ষ শুনেছেন তিনি। দেশলাই কাঠি বলা হয়েছে তাঁকে। এমনকি তাঁর কান স্বাভাবিকের তুলনায় একটু বড় হওয়ায় তাঁকে ‘চামচিকে’ বলেও ব্যঙ্গ করা হত।
কাঞ্চন জানান, তিনি আগে ক্রিকেট খেলতেন। সেখানেও লাগাতার ব্যঙ্গ বিদ্রুপ সইতে হয়েছে তাঁকে। সেরা বোলার হওয়া সত্ত্বেও কোচ তাঁকে সবার শেষে নামাতেন বাধ্য হয়ে। তার উপরে খাওয়াদাওয়া বাড়ানোর পরামর্শ তো ছিলই। কিন্তু দমে যাওয়ার পরিবর্তে এটাকেই নিজের শক্তি বানিয়ে ফেলেন কাঞ্চন।
‘জনতা এক্সপ্রেস’ এর সঞ্চালনার সময়ে ‘রোগা কাঞ্চন’ নাম হয়ে গিয়েছিল তাঁর। অভিনেতা বলেন, কিংবদন্তি অভিনেতা ছবি বিশ্বাসকে দেখে অনুপ্রেরণা পেয়েছিলেন তিনি। কথা বলার সমস্যা নিয়েও এত বড় মাপের একজন অভিনেতা হয়ে উঠেছিলেন তিনি। তাঁকে দেখেই অনুপ্রেরণা পেয়েছিলেন কাঞ্চন।