সদ্য সেরেছেন তৃতীয় বিয়ে, বছর ঘোরার আগেই ‘গুড নিউজ’ শোনালেন কাঞ্চন

বাংলাহান্ট ডেস্ক : পুজোর মুখেই বিরাট সুখবর দিলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। চলতি বছরটা বেশ ঘটনাবহুল কাটছে তাঁর। বছরের শুরুতে সেরেছেন তিন নম্বর বিয়ে। মাঝে আরজিকর কাণ্ডে ট্রোল হলেও সেসব ভুলিয়ে দিয়েছে এই সুখবর। সোশ্যাল মিডিয়ায় নিজেই এই খবর ভাগ করে নিয়েছেন অভিনেতা বিধায়ক। জেনে অবাক সকলেই। কী সুখবর দিলেন কাঞ্চন (Kanchan Mallick)?

মুকুটে নতুন পালক কাঞ্চনের (Kanchan Mallick)

পেশাগত জীবনে বড় সাফল্য পেয়েছেন কাঞ্চন (Kanchan Mallick)। দীর্ঘ তিন দশক বাংলা ইন্ডাস্ট্রিতে চুটিয়ে কাজ করার পর এবার বলিউডে পা রাখলেন অভিনেতা। হ্যাঁ, হিন্দি ছবিতে ডেবিউ সেরে ফেলেছেন তিনি। বলিউডের তারকাখচিত হাই বাজেট হরর কমেডি ছবি ‘ভুলভুলাইয়া ৩’ তে দেখা যাবে কাঞ্চনকে (Kanchan Mallick)।

আরো পড়ুন : প্রথম প্রেম গৌরীকে বিয়ে করতে মুসলিম থেকে হিন্দু হন শাহরুখ! কী হয়েছিল নতুন নাম?

সোশ্যাল মিডিয়ায় সুখবর দিয়েছেন অভিনেতা

পঞ্চমীতে সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন কাঞ্চন (Kanchan Mallick)। ভুলভুলাইয়া ৩ টিম এবং টি সিরিজ থেকে পাঠানো একটি গিফট হ্যাম্পারের ছবি শেয়ার করেছেন তিনি। সঙ্গে কাঞ্চন (Kanchan Mallick) লিখেছেন, ‘বিগত ৩৩ বছর ধরে আমি বাংলা ইন্ডাস্ট্রিতে কাজ করছি। বাংলা আমাকে প্রচুর খ্যাতি এবং সম্মান দিয়েছে। কিন্তু এখনো অন্য ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে প্রথম দিনের মতোই ভয় লাগে। কিন্তু আমি সেখানে পৌঁছানোর পর মানুষ আমাকে বাংলা ইন্ডাস্ট্রির মতোই আপন করে নিয়েছেন। আমার মনে হয় এটা আমার কাছে আলাদা একটা প্রাপ্তি’।

আরো পড়ুন : ঋণে ডুবে গিয়েছিলেন, বিক্রি করতে হয়েছিল বাড়ি, মুখ লুকিয়ে কাজ চাইতে যান অমিতাভ

কী লিখেছেন কাঞ্চন

কাঞ্চন (Kanchan Mallick) এরপর লেখেন, ‘আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই আমাকে একজন অভিনেতা করে পাঠানোর জন্য। একজন ছোট অভিনেতাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। একই রকম ভাবে আমার আরেকটি নতুন কাজের জন্যও আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদ চাই। সম্ভবত আগামী দীপাবলীতে মুক্তি পাবে ভুলভুলাইয়া ৩। সমগ্র ভুলভুলাইয়া ৩ টিমকে ধন্যবাদ জানাই আমার সঙ্গে কাজ করার জন্য’।

Kanchan Mallick

কাঞ্চনের এই সুখবরে খুশি তাঁর ভক্তরাও। ইদানিং ব্যক্তিগত জীবন এবং তাঁর কিছু মন্তব্যের জন্য ট্রোলড হলেও অভিনেতা হিসেবে কাঞ্চনকে পছন্দ করেন অনেকেই। বাংলায় তাঁর কাজ প্রশংসিত হয়েছে। এবার বলিউডে তিনি কেমন অভিনয় করেন তা দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর