জুনিয়র ডাক্তারদের কটাক্ষ করে ট্রোলড কাঞ্চন, উলটো পথে হেঁটে ব্যতিক্রমী সিদ্ধান্ত ছেলের

বাংলাহান্ট ডেস্ক : আরজিকর কাণ্ডে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি নিয়ে কটাক্ষ করেছিলেন বিধায়ক অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)। আর তাঁরই ছেলে হয়ে ওশ নিল এক ব্যতিক্রমী সিদ্ধান্ত। জুনিয়র ডাক্তারদের কটাক্ষ করায় তুমুল সমালোচিত হয়েছিলেন কাঞ্চন (Kanchan Mallick)। ক্ষমা চাইতেও বাধ্য হয়েছিলেন তিনি। আর এবার তাঁর ছেলে নিল এক বড় সিদ্ধান্ত।

বড় সিদ্ধান্ত নিল কাঞ্চনের (Kanchan Mallick) ছেলে ওশ

কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এবং পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের একমাত্র ছেলে ওশ। বাবা মায়ের বিচ্ছেদের পর থেকে মায়ের সঙ্গেই থাকে সে। বাবার সঙ্গে আর যোগাযোগ নেই তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে পিঙ্কি জানান, দুর্গাপুজোর আগে একটি সিদ্ধান্ত নিয়েছে ওশ। অভিনেত্রী জানান, প্রতি বছর মামাবাড়ি, দিদার থেকে অনেক উপহার পায় ওশ। কিন্তু এখন সে অনেকটাই পরিণত মনস্ক। পিঙ্কি জানান, এবারে অত জামা না পাওয়ায় ওশ বলেছে, এমনটা হয়েই ভালো হয়েছে। নয়তো বেশি উপহার পেলেই বরং তার মন খারাপ হত।

আরো পড়ুন : অহংকারে মটমট করছেন! মেয়েকে শিক্ষা দিতে গিয়ে নিজেই ধমক খেলেন রণবীরের দিদি

কী সিদ্ধান্ত নিয়েছে ওশ

আরো একটি সিদ্ধান্ত নিয়েছে ওশ। পিঙ্কি জানান, তাঁর ছেলের স্কুলে প্রতি বছর দুর্গাপুজোর পর সকলের পুজো কেমন কাটল তা নিয়ে বাংলায় রচনা লিখতে দেওয়া হয়। কিন্তু এবারে ওশ ঠিক করেছে, শিক্ষক শিক্ষিকাদের সে অনুরোধ করবে এবার যেন সেটা না করা হয়।

আরো পড়ুন : RG Kar-এর সঙ্গে গভীর যোগসূত্র প্রসেনজিতের! এই ঘটনার আগে কেউ জানতোই না

জুনিয়র ডাক্তারদের কটাক্ষ করায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল কাঞ্চনকে (Kanchan Mallick)। সে সময়ে তাঁর পাশে দাঁড়িয়ে ছিলেন স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। তবে কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না। তিনি বলেন, অন্যরা কাঞ্চনের (Kanchan Mallick) কথায় অবাক হলেও তিনি মোটেই অবাক হননি।

Kanchan Mallick

প্রসঙ্গত, চলতি বছরের শুরুতেই বিচ্ছেদ হয় কাঞ্চন (Kanchan Mallick) পিঙ্কির। তার পরপরই শ্রীময়ীর সঙ্গে বিয়ে সেরে ফেলেন অভিনেতা। ছেলেকে নিজের কাছেই রেখেছেন পিঙ্কি। তিনি জানিয়েছিলেন, ছেলের কাস্টডি চাননি কাঞ্চন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর