একেবারে ‘পুদুচ্চেরি’! মাঝ বয়সী কাঞ্চন কিনা শেষে ‘টেনিদা’! রেগে আগুন নেটিজেনরা

বাংলাহান্ট ডেস্ক: বাংলা সাহিত্যে মণি রত্নের অভাব নেই। তার মধ্যে অন্যতম ‘টেনিদা’ (Tenida)। নারায়ণ গঙ্গোপাধ্যায় সৃষ্ট এই চরিত্রের পেটে খিল ধরানো সব কাণ্ডকারখানার স্বাদ নেয়নি এবং বাঙালি পাঠক খুঁজে পাওয়া মুশকিল। পটলডাঙার প্যালারাম, ক্যাবলা, হাবুল আর তাদের লিডার টেনিদা এই চারমূর্তির নানান কাণ্ডের গল্প বারবার পড়েও যেন পুরনো হয় না। সেই গল্পই এবার বইয়ের পাতা থেকে উঠে আসতে চলেছে বড়পর্দায়। টেনিদার চরিত্রে থাকছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mallick)।

নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা ‘ঝাউবাংলোর রহস্য’ গল্প অবলম্বনে তৈরি হতে চলেছে ছবিটি। পরিচালক সায়ন্তন ঘোষালের ছবিটির নাম রাখা হয়েছে ‘টেনিদা অ্যান্ড কোম্পানি’। ছবির প্রথম পোস্টার ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। জনপ্রিয় চারমূর্তিকেই দেখা যাচ্ছে পোস্টারে।

tenida

টেনিদার চরিত্রে কাঞ্চনের পাশাপাশি ক্যাবলার ভূমিকায় দেখা যাবে গৌরব চক্রবর্তীকে। প্যালার চরিত্রে সৌমেন্দ্র ভট্টাচার্য এবং হাবুলের ভূমিকায় থাকছেন সৌরভ সাহা। কাহিনির পুনর্নির্মাণ থেকে শুরু করে চিত্রনাট্য এবং সংলাপ লেখার কাজ করছেন সৌগত বসু। তবে এই নতুন টেনিদা ছবির কাস্টিং নিয়ে একপ্রস্থ হাসাহাসি শুরু হয়েছে নেটপাড়ায়।

কেউ বলছেন, এটা টেনিদা নয়, ‘টেনিদাদু’ হতে চলেছে। মধ্য বয়সের কাঞ্চনকে নিয়ে টেনিদা মানায়? যে কিনা গড়ের মাঠে গোরা পিটিয়ে বিখ্যাত! কাস্টিং দেখেই হতভম্ব নেটিজেনদের একটা বড় অংশ। অনেকেই বিরক্তি প্রকাশ করে বলছেন, ফেলুদা, ব্যোমকেশ আর এখন টেনিদা। ছোটবেলার প্রিয় চরিত্রগুলোর একে একে বারোটা বাজানো হচ্ছে।

kanchan mullick

উল্লেখ্য, ঝাউবাংলোর রহস্য নিয়ে আগেও তৈরি হয়েছে সিনেমা। ক্লাসিক ‘চারমূর্তি’ ছবিতে টেনিদার চরিত্রে অভিনয় করেছিলেন কিংবদন্তি চিন্ময় রায়। এখনো বহু দর্শকের কাছেই প্রিয় রয়েছে ছবিটি। পরবর্তীকালেও চিন্ময় রায়ের পরিচালনায় টেনিদার ছবিতে অভিনয় করেছেন শুভাশিস মুখোপাধ্যায়। উল্লেখ্য, আগামী ১৯ মে মুক্তি পেতে চলেছে টেনিদা অ্যান্ড কোম্পানি।

Niranjana Nag

সম্পর্কিত খবর