বাংলাহান্ট ডেস্ক: রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণের ঘটনা নিয়ে উত্তপ্ত বাংলার রাজ্যনীতি। কোন্নগরে এক তরুণীর গণধর্ষণের (Konnagar Gang Rape) ঘটনায় মূল অভিযুক্তের সঙ্গে তৃণমূল বিধায়ক তথা অভিনেতা কাঞ্চন মল্লিকের (Kanchan Mullick) ছবি ভাইরাল হয়েছে। একাধিক তৃণমূল নেতার নাম জড়িয়েছে কোন্নগর ধর্ষণের ঘটনায়। বিরোধীদের ক্রমাগত আক্রমণে কোণঠাসা রাজ্যের শাসক দল।
১ লা মার্চ কোন্নগড়ের একটি বাড়িতে এক তরুণীকে ধর্ষণ করা হয়। সেই ঘটনার ভিডিও রেকর্ড করে রাখারও অভিযোগ উঠেছে। পরে সেই ভিডিওকে হাতিয়ার করেই ভয় দেখিয়ে আবারো গণধর্ষণ করা হয় তরুণীকে। এই ঘটনায় এখনো পর্যন্ত পি শিবা রাও, ভি হরিশ, বি বিবেক ও আকাশ জানা নামে চার জন যুবককে গ্রেফতার করা হয়েছে।
এর মধ্যে অন্যতম অভিযুক্ত পি শিবা রাওয়ের সঙ্গে তৃণমূল বিধায়ক কাঞ্চন মল্লিকের একটি সেলফি ভাইরাল হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। একা কাঞ্চন নন, কোন্নগড়ের প্রাক্তন পুর প্রশাসক তন্ময় দেবের সঙ্গেও অভিযুক্তের ছবি ভাইরাল হয়েছিল। এমনকি অভিযুক্তর নিজেও তৃণমূলের পতাকা হাতে একটি ছবি দেখা গিয়েছে।
এই সমস্ত ছবিগুলিকে প্রমাণ হিসাবে তুলে ধরে বাম ও বিজেপির দাবি, ধর্ষণে অভিযুক্তরা আসলে তৃণমূল কর্মী। পালটা সবুজ শিবিরের বক্তব্য, সবটাই ষড়যন্ত্র। রাজনৈতিক স্বার্থের জন্যই তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো অভিযোগ তুলছে বাম, বিজেপি।
অভিযুক্তের সঙ্গে ছবিতে থাকা নিয়ে কোন্নগড়ের বর্তমান চেয়ারম্যান ইন কাউন্সিল তন্ময় দেবের সাফাই, রাজনৈতিক নেতাদের সঙ্গে অনেকেই ছবি তুলতে চায়। কিন্তু পরে গিয়ে কে কোন অপরাধ করবে তা আগে থেকে কীভাবে জানা যাবে? স্বয়ং প্রধানমন্ত্রী, রাজ্যপালের সঙ্গেও এমন লোকজনের ছবি রয়েছে যারা বিভিন্ন অপরাধ করেছে। এই ধরনের ছবি অর্থহীন।