লক্ষ‍্য বিধানসভা নির্বাচনে জয়, মাজারে গিয়ে নামাজ পড়ে দোয়া চাইলেন তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক

বাংলাহান্ট ডেস্ক: একুশের নির্বাচনের (election) আগে তারকাদের রাজনীতিতে (politics) পা দেওয়ার ধুম উঠেছে। টলিউড প্রায় ফাঁকা করে রাজনীতিতে যোগ দিয়েছেন তারকারা। তৃণমূল, বিজেপিতে দুই দলেই ভাগ হয়ে গিয়েছেন তাঁরা। তৃণমূলে যেমন যোগ দিয়েছেন কাঞ্চন মল্লিক (kanchan mullick), রাজ চক্রবর্তী, কৌশানি মুখার্জি (koushani mukherjee), সায়ন্তিকা ব‍্যানার্জিরা, তেমনি বিজেপিতে গিয়েছেন শ্রাবন্তী চ‍্যাটার্জি (srabanti chatterjee), যশ দাশগুপ্ত, পায়েল সরকাররা।

মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের সভায় তৃণমূলে যোগ দিয়েছিলেন একঝাঁক তারকা। সেই তালিকাতেই ছিলেন কাঞ্চন মল্লিক। মূলত কৌতুকশিল্পী কাঞ্চন রাজনীতিতে যোগ দেওয়ায় বেশ অবাকই হয়েছিলেন অনেকে। তবে চমকের বাকি ছিল আরো। উত্তরপাড়া বিধানসভা থেকে তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছেন কাঞ্চন।

kanchan mallick election campaign 05
নাম ঘোষনা হওয়ার পর থেকেই কোমর বেঁধে প্রচারে নেমে পড়েছেন কাঞ্চন। তীব্র রোদ মাথায় নিয়েই প্রচার সারছেন তিনি। পৌঁছে যাচ্ছেন মানুষের দরজায় দরজায়। এবার প্রচার করতে বেরিয়ে উত্তরপাড়ার ধারসা অঞ্চলের গাজী আবদাল সাহেবের মাজারে উপস্থিত হন কাঞ্চন।

kanchan mallick election campaign 09kanchan mallick election campaign 07
সকলের সঙ্গে বসে নামাজ পড়েন তিনি। আসন্ন বিধানসভা নির্বাচনে যাতে জয় মেলে তার জন‍্য দোয়া প্রার্থনাও করেন কাঞ্চন মল্লিক। তবে শুধু মাজারে নয়, এর আগে শিবরাত্রিতে মহাদেবের পুজো করতে দেখা গিয়েছিল কাঞ্চনকে। মমতা বন্দ‍্যোপাধ‍্যায়ের চোট লাগার পর তাঁর দ্রুত সুস্থতা কামনায় হনুমান মন্দিরেও পুজো দেন অভিনেতা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর