‘চোষা পাটালির মতো গাল, ২৮ কোমর’! শ্রীময়ীকে পাশে বসিয়ে নিজেকে নিয়েই বেফাঁস কাঞ্চন

বাংলা হান্ট ডেস্ক: বিগত বেশ কয়েক মাস ধরেই  রয়েছেন টলিউড অভিনেতা কাঞ্চন মল্লিক এবং তার বিবাহিত স্ত্রী শ্রীময়ী চট্টরাজ (Kanchan Mullick- Sreemoyee Chattoraj)। সম্প্রতি কাঞ্চন-শ্রীময়ী (Kanchan-Sreemoyee) এসেছিলেন চ্যাট শো ‘কোথায় তারা’-তে। সেখানে আচমকাই সঞ্চালকের কথায় নিজেকে নিয়েই রসিকতা করতে শুরু করেন অভিনেতা। শ্রীময়ীয়কে (Kanchan-Sreemoyee) পাশে নিয়েই এদিন আচমকা নিজের সম্পর্কে বেফাঁস মন্তব্য করে বসেন অভিনেতা।

ট্রোলারদের মন্তব্য নিয়ে পাল্টা রসিকতা করেই  এদিন কাঞ্চন মল্লিক বলেছেন ‘জামাল কুদু গানটা আমি গাইতে পারি, কারণ আমারও তিনটে বিয়ে’। প্রসঙ্গত এতদিনে কমবেশি সকলেই নিশ্চয়ই রণবীর কাপুর অভিনীত অ্যানিম্যাল সিনেমাটি দেখে ফেলেছেন। এই সিনেমায় আবরার হকের চরিত্রটি নিশ্চয়ই মনে আছে। পর্দায় এই চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা ববি দেওয়ল।

সিনেমায় তার তিনটি বিয়ে ছিল। সেখানে নিজের তৃতীয় বিয়ের দিন অভিনেতাকে মদের গ্লাস হাতে নিয়ে ‘জামাল কুদু’ গানে নাচ করতে দেখা গিয়েছিল। সেই গান ছবি মুক্তির আগে থেকেই ভাইরাল। সম্প্রতি ওই চ্যাট শোতে গিয়ে অ্যানিমাল সিনেমার ওই আবরার হকের ববি দেওয়ালের সাথে নিজের তুলনা করে ফেলেন কাঞ্চন মল্লিক।   অভিনেতা এদিন নিজেই ট্রোলারদের কথাটা নিজের মুখে বসিয়ে নিয়ে  রসিকতা করছিলেন।

আরও পড়ুন: আবার শুরু লাইট-ক্যামেরা-অ্যাকশন! বুধবার কোথায় হল কোন সিরিয়ালের শুটিং?

ঠিক তখন তখনই পাশ থেকে শ্রীময়ী বলে ওঠেন, ‘ওদের আসলে না ফ্রাস্টেটেড মানসিকতা’। এবার  স্ত্রীর কথা ব্যাখ্যা করে কাঞ্চন বলতে শুরু করেন, ‘আসলে ইচ্ছে অনেকেরই হয়, যাঁরা সেটা করে উঠতে পারেন না, তখনই নেটদুনিয়ায় লোককে ট্রোল করতে থাকেন। দেখুন গিয়ে পাশের বাড়ির শম্পা, টুম্পা, ঝুম্পা বা অন্য কোনও বউদিরও হয়ত বরের সঙ্গে মালদ্বীপে গিয়ে ওনাদের বর প্রশান্ত বা পাবলোর সঙ্গে এমন ছবি তুলতে ইচ্ছে করে। তবে উনি হয়ত সেটা পারবেন না, হয়ত পুরীটুকু পারবেন বা দিঘা।’

সেইসাথে অভিনেতার সংযোজন, ‘এবার ওখানে গিয়ে হয়ত উনি ওভাবে ছবি তুলতে পারবেন না, তবে ওনাকে যদি একবার দাও পাবলোদার সঙ্গে, আমার থেকে বেটার ছবি উনি তুলে দেবেন। তবে ওই কাকিমা বা বউদি এখন একটাই পাসপোর্ট হয়ে গিয়েছে, সোশ্যাল মিডিয়া, সেখানে যা ইচ্ছে, যাকে যা ইচ্ছে বলা যায়।’ শ্রীময়ী তখন বলেন, ‘কারণ সমাজ মাধ্যমে সেই লাইসেন্স নেই…’।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর