রাত ৩টে, জেগে কাঞ্চন শ্রীময়ী, বেডরুমে হুলুস্থূল কান্ড, ফাঁস হলো ভিডিও!

বাংলা হান্ট ডেস্ক: বছরজুড়ে টলিউডের চর্চার কেন্দ্রবিন্দুতে একটাই নাম কাঞ্চন-শ্রীময়ীর (Kanchan-Sreemoyee) নাম। বিয়ের আগে থেকে তাদেরকে নিয়ে কম চর্চা কম ট্রোলড করা হয়নি। বরং সময় যতই গড়িয়েছে মানুষের বিনোদনের অন্যতম নিদর্শন হয়ে উঠেছে এই দম্পতি। বয়সের দ্বিগুণ পুরুষকে বিয়ে করার জন্য কম কটাক্ষের শিকার হতে হয়নি কাঞ্চন-শ্রীময়ীকে (Kanchan-Sreemoyee)। তবে অভিনেত্রী এই সমস্ত কিছু কখনোই গায়ে মাখেননি। বরং পাক্কা গিন্নিদের মত করেছেন গুছিয়ে সংসার।

এখন তারা সুখী পরিবার। বাড়ি জুড়ে শুধুই খুশির বাতাবরণ। নতুন দম্পতি এখন দুজন থেকে তিনজন হয়েছেন। তাদের ঘর আলো করে এসেছে ছোট মা লক্ষ্মী। তবে এরই মাঝে অভিনেত্রী ঘটিয়ে বসেছে আরেক কান্ড। সমাজ মাধ্যমে বেডরুমের সিক্রেট ফাঁস করেছেন তিনি। যদিও এই ভিডিও তাদের একরত্তি কন্যাকে নিয়ে। মেয়েকে নিয়ে নাজেহাল অবস্থা বাবা-মায়ের। দিনের বেলাও যেন তারা দেখছেন আর রাত সে কথা নাইবা শুনলেন।

Kanchan-Sreemoyee bedroom video viral social media

সম্প্রতি সমাজ মাধ্যমে অভিনেত্রী একটি ভিডিও পোস্ট করেন। যেখানে শ্রীময়ীকে বলতে শোনা যাচ্ছে, “ঘড়িতে এখন ৩টে ২৫ বাজে, এখন তার বাবাকে দেখো!” তারপর তিনি ক্যামেরা ঘোরালেন কাঞ্চনের দিকে। যেখানে কাঞ্চন মল্লিককে বলতে শোনা যাচ্ছে, “সোনামনি কই?” অর্থাৎ মেয়েকে ভালোবেসে তিনি সোনামনি ডাকেন। এরপর অভিনেত্রী যখন জিজ্ঞেস করেন “কি করছো?” কাঞ্চন বলেন “এই তো মায়ের সঙ্গে খেলা করছি”। এরপর শ্রীময়ী বলে ওঠেন, “মেয়ে ড্যাবড্যাব করে দেখছে আর খেলা শুরু হয়েছে।” যদিও চোখে মুখে ঘুমের ছাপ স্পষ্ট কাঞ্চন-শ্রীময়ীর (Kanchan-Sreemoyee) দুজনেরই।

আরো পড়ুন : ২০২৫ সালের শুরুতেই…! DA নিয়ে বড় খবর! জোড়া ‘গুড নিউজ’ পাবেন বাংলার রাজ্য সরকারি কর্মীরা?

তবে শুধু অভিনেতা-অভিনেত্রী নয়, গোটা পরিবারই ছোট্ট ক্ষুদের জন্য জেগে রাত কাটাচ্ছেন। আরেকটি ভিডিওতে শ্রীময়ীকে বলতে দেখা যায়, “দিদা জেগে বসে আছে ঘড়িতে এখন ৩টে ২০,” বোঝাই যাচ্ছে নাতনির জ্বালায় চোখে ঘুম উড়েছে দিদারও। এরপর অভিনেত্রী বলেন “আর পিসিমণি বিছানা করছে ৩টে ২০ বাজে, সবাই মোটামুটি জেগে” অর্থাৎ সকলের চোখে ঘুম উড়েছে সে কথা স্পষ্ট বোঝা যাচ্ছে। আর সেই মুহূর্তই ক্যামেরা বন্দি করে নিতে ভোলেননি অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ।

আরো পড়ুন : এই পাখিরালয়ে গেলেই দেখা মিলবে Royal Bengal Tiger! টুক করে বেরিয়ে আসুন সুন্দরবন

উল্লেখ্য, চলতি মাসে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী শ্রীময়ী। যদিও অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার কথা ঘুণাক্ষরেও টের পাননি কেউই। বিয়ের সময় চরম কটাক্ষের শিকার হতে হয় কাঞ্চন-শ্রীময়ীকে (Kanchan-Sreemoyee)। হয়তো সেজন্যই এর প্রভাব নিজের সন্তানের উপর ফেলতে চাননি দুজনের কেউই। তাই হয়তো বিষয়টি লুকিয়ে যান। কিন্তু সন্তান জন্মানোর পর থেকে আর এই বিষয়টি নিয়ে কোন রাগ ঢাক করেননি তারা। খুল্লাম খুল্লাই অভিনেত্রী তাদের সন্তানের প্রতিটি মুহূর্ত শেয়ার করছেন সমাজ মাধ্যমে। এখন মল্লিক পরিবারে খুশির হাওয়া।

 

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর