বাংলা হান্ট ডেস্ক: বিয়ের আগে থেকেই চর্চায় রয়েছেন টলিউড (Tollywood) অভিনেতা কাঞ্চন মল্লিক (Kanchan Mallick) এবং তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ (Sreemoyee Chattoraj)। চলতি বছরের শুরুর দিকে অর্থাৎ ফ্রেব্রুয়ারি মাসের প্রেমদিবসেই আইনি বিয়ে-সেরেছিলেন এই জুটি। তারপর সামাজিক বিয়ে সেরে এখন রীতিমতো চুটিয়ে সংসার করছেন এই অসমবয়সী দম্পতি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কাঞ্চন-শ্রীময়ীর (Kanchan-Sreemoyee) প্রেম থেকে শুরু করে বিয়ে কিংবা তাদের বয়সের বিস্তার ফারাক নিয়ে মাথাব্যথার শেষ নেই নেটিজেনদের একাংশের।
কাঞ্চন-শ্রীময়ীর (Kanchan-Sreemoyee) জমজমাট সেলিব্রেশন
যদিও নিন্দুকদের সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়েই নিজেদের দাম্পত্য জীবনটাকে চুটিয়ে উপভোগ করছেন এই সেলেব কাপল (Kanchan-Sreemoyee)। মাত্র এই কয়েকমাসেই সমস্ত বিতর্ককে দূরে সরিয়ে শ্রীময়ীর (Kanchan-Sreemoyee) পরিবারকে আপন করে নিয়েছেন কাঞ্চন। বর্তমানে নিজের কাজ, অভিনয় এবং পরিবার সবকিছুই খুব সুন্দর ভাবে সামলাচ্ছেন তৃণমূল বিধায়ক কাঞ্চন।
এরই মাঝে সম্প্রতি নিজের বাড়িতেই শ্রীময়ীর পরিবারের সদস্যদের নিয়ে আনন্দে মেতে উঠেছিলেন কাঞ্চন। কিন্তু তার এই খুশির কারণ কি? সেকথা অবশ্য সোশ্যাল মিডিয়ার নিজেই জানিয়েছেন অভিনেতা। এদিন পরিবারের সদস্যদের সাথে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন কাঞ্চন। আসলে অভিনেতার বাড়িতে এই আনন্দ অনুষ্ঠানের উপলক্ষ ছিল ভাইপো রিও’র জন্মদিন।
আরও পড়ুন: সুধা চরিত্রে সোনামণির অভিনয় ছাপিয়ে যাচ্ছে সব চরিত্রকে! প্রশংসায় পঞ্চমুখ দর্শক
সেই উপলক্ষেই এদিন স্ত্রী শ্রীময়ীর সাথে রংমিলান্তি করে কালো রঙের পোশাক পড়েছিলেন কাঞ্চন। বাড়ির সেই ঘরোয়া অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতার শ্বশুর , জ্যাঠশ্বশুর, শ্যালক- শ্যালিকারা। তাঁদের সবাইকে সঙ্গে নিয়েই এদিন কেক কেটে চলল গ্র্যান্ড সেলিব্রেশন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেও কমেন্ট সেকশন বন্ধ করে রেখেছেন অভিনেতা।
View this post on Instagram
প্রসঙ্গত, তারকাদের ব্যক্তিগত জীবন কাঁটাছেঁড়া করার ঘটনা নতুন নয়। একইভাবে কিছুদিন আগেই বিয়ে করে ট্রোলড হয়েছেন সোহিনী সরকার ও শোভন গঙ্গোপাধ্যায়। সেসময় শোভনকে তুলনা করা হয়েছিল কাঞ্চনের সঙ্গে। এপ্রসঙ্গে ক্ষোভ উগড়ে দিয়ে কাঞ্চন মল্লিক বলেছিলেন, ‘একটা ফুটফুটে বাচ্চা ছেলে শোভন। সদ্য বিয়ে করেছে। ওকে নিয়ে এই নোংরামি বন্ধ হোক অবিলম্বে। কারও একাধিক সম্পর্ক তৈরি হলেই তাঁকে ‘দ্বিতীয় কাঞ্চন’ নামকরণ করা হবে, এটা একটা বিশ্রী বিষয়। খুবই নোংরা। এটা একেবারেই ঠিক না। আর সব ব্যাপারে আমাকে টানেন কেন আপনারা?’