বাংলা হান্ট ডেস্কঃ সোমবার সকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjunga Expess Accident)। নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন রাঙাপানি এলাকায় ঘটনাটি ঘটে। প্রাণ হারিয়েছেন একাধিক, আহতের সংখ্যাও বহু। গতকাল বিকেলেই উত্তরবঙ্গ উড়ে গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বিভীষিকার রাতে ফের এক দুর্ঘটনা ঘটল রাঙাপানিতে (Rangapani)।
কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (Kanchanjunga Express) বিপর্যয়ের রেশ এখনও পুরোপুরি কাটেনি। মঙ্গলেও তা নিয়ে চলছে চর্চা। গতকাল রাত ৩:২০ নাগাদ শিয়ালদহে ঢুকেছে ওই ট্রেন। তবে রাঙাপানি এলাকায় বিপর্যয় যেন কমছে না! ‘অভিশপ্ত’ সেই রাতে ফের ঘটল এক অঘটন। এবার আহত হলেন এক শ্রমিক। লাইন মেরামতির কাজ করতে গিয়ে মাথা ফাটল তাঁর। আহতের নাম চন্দন মণ্ডল।
এদিন সকাল থেকে ওখানে অল্প অল্প বৃষ্টি পড়ছে। সেই বৃষ্টির পরোয়া না করেই কাজ চালিয়ে যাচ্ছেন রেলকর্মীরা। চন্দনও ব্যতিক্রম নন। বৃষ্টি মাথায় নিয়েই কাজ করছিলেন তিনি। জানা যাচ্ছে, ইলেকট্রিক ওভারহেড তার খুলতে গিয়ে সেটি চন্দনের মাথায় পড়ে যায়। গুরুতর আহত হন তিনি।
আরও পড়ুনঃ DA-র পর বার্ধক্য ভাতা নিয়ে সুখবর, বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার
তৎক্ষণাৎ চন্দনকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। মাথায় ব্যান্ডেজ করে দেওয়া হয় আহত কর্মীর। এদিকে একইদিনে রাঙাপানিতে জোড়া বিপর্যয়ের ঘটনা নিয়ে শুরু হয়েছে চর্চা। ট্রেন বিপর্যয়ের রেশ কাটতে না কাটতেই দুর্ঘটনার কবলে এক শ্রমিক! তা নিয়ে চলছে আলোচনা।
এদিকে যে স্থানে দুর্ঘটনা ঘটেছিল, সেখানে এখন লাইন মেরামতির কাজ চলছে। ইতিমধ্যেই একটি লাইন খুলে দেওয়া হয়েছে। আস্তে আস্তে চলছে দূরপাল্লার ট্রেন। আরও একটি লাইনের মেরামতির কাজও শুরু হয়ে গিয়েছে বলে খবর। লাইন পরীক্ষার পরে সেই লাইনটিও খুলে দেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।
এদিন আবার সকাল ১০টা নাগাদ বৈঠকে বসবে রেলওয়ে সেফটি কমিশন। রেলকর্মীদের প্রশ্নোত্তর করা হতে পারে বলে জানা যাচ্ছে। সেই সঙ্গেই কাগজপত্রও খতিয়ে দেখা হবে। রেলওয়ে সেফটি কমিশনের সদস্যরা এলাকায় আসতে পারেন বলে খবর।