বাংলা হান্ট ডেস্কঃ আফগানিস্তানের কান্দাহার শহরের একটি শিয়া মসজিদে শুক্রবার দুপুরে ভয়ানক এক হামলা হয়। প্রাথমিক খবর অনুযায়ী, এই হামলায় ৩২ জনের মৃত্যু হয়েছে আর ৪০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। জুম্মার নামাজের সময় তালিবান শাসিত আফগানিস্তানে লাগাতার শিয়া সম্প্রদায়ের উপর হামলা করা হচ্ছে। গত সপ্তাহেও একই দিনে আফগানিস্তানে একটি মসজিদে হামলা হয়েছিল।
আফগানিস্তানের কান্দাহার প্রান্ত তালিবানের গড় বলেই পরিচিত। সেই কান্দাহারে এই হামলা এটাই প্রমাণ করছে যে, দেশের ক্ষমতায় থাকা সংগঠনের গড়ই এখন সুরক্ষিত না। জঙ্গি সংগঠন আইএসআইএস শিয়াদের লাগাতার নিশানা করে আসছে। তাঁদের মতে, শিয়ারা প্রকৃত ইসলাম ধর্মের মানুষ না। ওঁরা প্রতারক। সুন্নি মুসলিমরা আইএসআইএস-র সমর্থক।
এর আগে ৮ অক্টোবর কুন্দুজ প্রান্তের শিয়া মসজিদে জুম্মার নামাজের সময় বোমা হামলা হয়েছিল। ওই হামলায় ৫০-র বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন আর ১০০-র বেশি মানুষ আহত হয়েছিলেন। ওই হামলার দায় জঙ্গি সংগঠন আইএস-কে নিয়েছিল।
গত সপ্তাহের ওই হামলার নিন্দা করেছিল রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ। তাঁরা বলেছিল, এটা কাপুরুষের মতো হামলা ছিল। সন্ত্রাসবাদ আন্তর্জাতিক মঞ্চের কাছে শান্তি আর সুরক্ষার জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ সন্ত্রাসবাদীদের মাথা আর তাঁদের ফান্ডিং করা মানুষদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার ইচ্ছে প্রকাশ করে।