পুত্রসন্তানের পিতা হলেন কিউয়ি অধিনায়ক উইলিয়ামসন, ভক্ত থেকে শুরু করে সতীর্থরাও জানালেন শুভেচ্ছা

Published On:

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইপিএল এর শেষ গ্রূপ পর্বের শেষ ম্যাচ খেলতে কাল মাঠে নেমেছিল সানরাইজার্স হায়দরাবাদ এবং পাঞ্জাব কিংস। কিন্তু সেই ম্যাচে সানরাইজার্সের হয়ে নামেননি কিউয়ি তারকা কেন উইলিয়ামসন। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে এই সময় দেশে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়ক। তিনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জানান তাঁর বাবা হওয়ার খবর। একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন উইলিয়ামসনের স্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় নিজের স্ত্রী ও পুত্রসন্তানের ছবি পোস্ট করেছেন নিউজিল্যান্ডের অধিনায়ক। তারপর থেকেই ভক্ত থেকে শুরু করে ক্রিকেটার, সকলেই তাঁকে অভিনন্দন জানাচ্ছেন। পোস্ট শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, “ওয়েলকাম লিটল ম্যান”। প্রসঙ্গত ২০২০ সালে প্রথমবার পিতা হওয়ার অভিজ্ঞতা হয়েছিল উইলিয়ামসনের। এবার তিনি দ্বিতীয় সন্তানের পিতা হলেন।

তার নিজের দল গতকাল হারলেও সানরাইজার্স হায়দরাবাদের তরফ থেকে টুইট করে শুভেচ্ছা জানানো হয়েছে তাদের অধিনায়ককে। বাচ্চার জন্ম হওয়ার আগেই তারা জানিয়েছিলেন “আমাদের অধিনায়ক কেন উইলিয়ামসন তাঁর পরিবারের নতুন সদস্যকে স্বাগত জানানোর জন্য নিউজিল্যান্ডে আসেন। হায়দরাবাদ পরিবারের প্রত্যেকের তরফ থেকে উইলিয়ামসন এবং তাঁর পরিবারকে আগাম অভিনন্দন জানান হচ্ছে।” এছাড়াও প্রাক্তন ভারতীয় তারকা সুরেশ রায়না থেকে শুরু করে রশিদ খান, জেসন হোল্ডার, ডেভিড ওয়ার্নাররাও তাকে শুভেচছা জানিয়েছেন।

X