বিশ্বকাপের আগে মাথায় হাত কিউয়ি শিবিরের! উইলিয়ামসনের চোট নিয়ে এলো মারাত্মক আপডেট  

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সকলেই জানেন যে আইপিএলের (IPL 2023) প্রথম ম্যাচে চোট পেয়ে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার কেন উইলিয়ামসন (Kane Williamson)। বাউন্ডারি লাইনে ক্যাচ ধরতে গিয়ে হাঁটুতে মারাত্মক আঘাত পেয়ে নিউজিল্যান্ড ফিরে গিয়েছেন তিনি। তার ইনজুরির কারণে তাকে ছেড়ে দিয়ে শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকাকে দলে নিয়েছে হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটান্স (Gujrat Titans)।

কিন্তু উইলিয়ামসনের ভবিষ্যৎ নিয়ে একটা বড় প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। দাবি করা হচ্ছে যে আসন্ন ওডিআই বিশ্বকাপ (ODI World Cup 2023), যা ভারতের মাটিতে আয়োজিত হতে চলেছে বছরের শেষ দিকে, সেখানে কিউয়ি তারকাকে হয়তো দেখা নাও যেতে পারে। যদি সত্যিই তেমনটা হয় তাহলে নিউজিল্যান্ড যে টুর্নামেন্ট শুরুর আগেই চ্যাম্পিয়ন হওয়ার লড়াই থেকে পিছিয়ে পড়বে সেই নিয়ে কোন সন্দেহ নেই।

নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফ থেকেই জানিয়ে দেওয়া হয়েছে যে উইলিয়ামসনের হাঁটুর লিগামেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং তিন চার সপ্তাহের মধ্যে তার পায়ে অস্ত্রোপচার করতে হবে। তারপর তার রিহ্যাব চলবে। কিন্তু অক্টোবর মাসের মধ্যে ফিট হয়ে উঠবেন এমন সম্ভাবনা নেই বললেই চলে।

891804 kane williamson

নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেভ অত্যন্ত চিন্তিত দলের তারকা ক্রিকেটারের এমন চোট পাওয়ার ঘটনায়। তিনি জানিয়েছেন উইলিয়ামসন শুধুমাত্র একজন ব‍্যাটার নন, একজন এমন ব্যক্তিত্ব যার স্বভাবে রয়েছে নেতৃত্ব এবং তার অনুপস্থিতিতে নিউজিল্যান্ড চেয়ে ক্ষতিগ্রস্ত হবে তা নিয়ে তার কোনও সন্দেহ নেই। তিনি জানিয়েছেন যে এখনো তারা বিশ্বকাপে উইলিয়ামসনকে পাওয়ার আশা ছাড়েননি তবে তেমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম।

এই কঠিন সময়ে নিয়ে তার পাশে দাঁড়ানোর জন্য গুজরাট টাইটান্স এবং নিউজিল্যান্ডের ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন উইলিয়ামসন। তিনি যে অত্যন্ত হতাশ, সেটা স্বীকার করে নিয়ে তিনি মন্তব্য করেছেন যে ভবিষ্যতে যে কোন উপায়ে নিজের জাতীয় দলের পাশে দাঁড়ানোর জন্য এবং সাহায্য করার জন্য প্রস্তুত তিনি।

 


Reetabrata Deb

সম্পর্কিত খবর