ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না উইলিয়ামসন, সামনে এল আসল কারণ

বাংলা হান্ট ডেস্কঃ বিসিসিআইয়ের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজে দলের অনেক সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দিতে পারেন তারা। সেই সূত্র ধরে ইতিমধ্যেই টি-টোয়েন্টি দল থেকে বিশ্রাম নিয়েছেন বিরাট কোহলি। এমনকি আসন্ন টেস্ট সিরিজেও প্রথম টেস্টে দলে থাকছেন না তিনি। এবার একই পথ অনুসরণ করলেন কিউই অধিনায়ক উইলিয়ামসনও। জানা গিয়েছে ভারতের বিরুদ্ধে আসন্ন দুটি টেস্টের কথা মাথায় রেখে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন তিনি।

জানিয়ে রাখি টি-টোয়েন্টিতে ভারতের বিরুদ্ধে নিউজিল্যান্ডের লড়াই শুরু হচ্ছে 17 নভেম্বর। ইতিমধ্যেই তার জন্য ভারতে পৌঁছে গিয়েছে নিউজিল্যান্ড দল। তবে এই টি-টোয়েন্টি সিরিজে দলের অধিনায়কত্ব উইলিয়ামসনের হাতে থাকছে না। ভারতের বিরুদ্ধে হতে চলা দুটি টেস্ট বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের র‍্যাঙ্কিং তালিকায় প্রভাব ফেলবে। আর সেই কারণেই এই দু’টি টেস্টের উপর বেশী মনোযোগ দিতে চান উয়িলিয়ামসন। আর তাই নিজে থেকেই টি-টোয়েন্টি দল থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

নিউজিল্যান্ড শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, “টেস্ট দলের বিশেষজ্ঞ খেলোয়াড়রা ইতিমধ্যে জয়পুরে প্রশিক্ষণ নিচ্ছেন। উইলিয়ামসন এখন এই গ্রুপে যোগ দেবেন। কারণ তিনি টেস্ট সিরিজে মনোযোগ দিতে চান।” প্রসঙ্গত উল্লেখ্য একই সঙ্গে আগামী টি-টোয়েন্টি সিরিজের জন্য 15 সদস্যের দলও ঘোষণা করে দেওয়া হয়েছে নিউজিল্যান্ড তরফে। যেহেতু কেন উইলিয়ামসন থাকছেন না তাই দলের অধিনায়কত্বের দায়িত্ব থাকছে টিম সৌদির কাঁধে। তবে নিউজিল্যান্ডের জন্য একটি বড় সুখবর রয়েছে তা হল চোট সারিয়ে ফের একবার দলে ফিরতে পারেন লকি ফার্গুসন। জানিয়ে রাখি, চোটের কারণে বিশ্বকাপের মাঝপথেই ছিটকে গিয়েছিলেন তিনি। কিন্তু নিউজিল্যান্ড বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তাই আগামী দিনে ভারতের বিরুদ্ধে তাকে মাঠে পেতে চলেছে নিউজিল্যান্ড। ভারতের বিরুদ্ধে টেস্টে নিউজিল্যান্ডের যুদ্ধ শুরু হচ্ছে 25 নভেম্বর। সেই ম্যাচেই ফের একবার অধিনায়কত্ব করতে দেখা যাবে উয়িলিয়ামসনকে।

1615089197 virat williamson

টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ড স্কোয়াড:
মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টিম সেফার্ট, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, কাইল জেমসন, ইশ সোধি, মিচেল স্যান্টনার, টড অ্যাস্টেল, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট, টিম সৌদি ( অধিনায়ক)।

 

ad

Abhirup Das

সম্পর্কিত খবর