বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্র সরকার আর বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) মধ্যে উত্তেজনা তুঙ্গে। মুম্বাই পুলিশ ওনার বিরুদ্ধে তদন্তও শুরু করে দিয়েছে। মুম্বাই পুলিশকে মহারাষ্ট্র সরকারের তরফ থেকে চিঠি জারি করে কঙ্গনার বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার এই মামলায় বিজেপির নেতা তথা মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ (Devendra Fadnavis) শিবসেনাকে একহাতে নিয়েছেন। উনি রাজ্য সরকারকে বলেছেন, আপনি দাউদের বাড়ি ছেড়ে দিয়েছেন আর কঙ্গনার বাড়ি ভেঙেছেন। আরেকদিকে শরদ পাওয়ার বলেছেন, এই বিষয়ে মহারাষ্ট্র সরকারের কোন ভূমিকা নেই।
Kangana Ranaut's issue was blown out of proportion by you (Shiv Sena). She is not a political leader. You don't go to demolish Dawood's home but you demolished her place: Devendra Fadnavis, BJP #Maharashtra pic.twitter.com/TvSIuHVvcV
— ANI (@ANI) September 11, 2020
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা দেবেন্দ্র ফড়নবিশ বলন, ‘কঙ্গনা রানাওয়াত ইস্যু শিবসেনা অকারণে বাড়িয়েছে। কঙ্গনা কোন নেত্রী না। আপনি দাউদের বাড়ি ভাঙার জন্য যাবেন না, কিন্তু আপনি কঙ্গনার দফতর ভেঙে দেবেন।” এর আগে উনি ট্যুইট করে লিখেছিলেন, এটি রাজ্য সরকার দ্বারা পরিকল্পিত একটি সন্ত্রাসের নমুনা।
The decision was taken by Brihanmumbai Municipal Corporation (BMC). State govt had no role in it. BMC did it following its rules and regulations: NCP chief Sharad Pawar on the demolition of actor Kangana Ranaut's office in Mumbai. #Maharashtra pic.twitter.com/kdW6J1DaMv
— ANI (@ANI) September 11, 2020
কঙ্গনার অফিস ভাঙচুর নিয়ে রাষ্ট্রবাদী কংগ্রেস পার্টির সভাপতি শরদ পাওয়ার বলেন, ‘এই সিদ্ধান্ত মুম্বাই মহানগরপালিকা (BMC) নিয়েছে। রাজ্য সরকারের এতে কোন ভূমিকা নেই। BMC নিজের মতো করে নিজের নিয়ম পালন করেছে।”
I met Maharashtra Governor today over the issue of demolition of Kangana Ranaut's property in Mumbai and demanded that she should get compensation for the loss. The way BMC carried out demolition at her property is wrong. She must get justice: Union Minister Ramdas Athawale pic.twitter.com/g4TTtkqM4X
— ANI (@ANI) September 11, 2020
আরেকদিকে, কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটাবলে বলেন, ‘আমি মুম্বাইয়ে কঙ্গনার সম্পতিতে ভাঙচুর করা নিয়ে আজ মহারাষ্ট্রের রাজ্যপালের সাথে সাক্ষাৎ করি। আমি ওনার কাছে কঙ্গনাকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছি। যেভাবে BMC ওনার সম্পত্তি ভাঙচুর করেছে, সেটা ভুল। উনি ন্যায় পাওয়ার যোগ্য।”