ফের বিতর্কের মুখে কঙ্গনা। কেন? জেনে নিন

 

বাংলা হান্ট ডেস্ক: কঙ্গনার আক্রমণের মুখে পড়ছেন এমন বলিউড তারকার উদাহরণ নেহাত কম নয়। আলিয়া-রণবীর থেকে দীপিকা সহ বহু তারকার ই নাম এক্ষেত্রে উঠে আসে।আসলে বিতর্ক হয়ত কঙ্গনা রানাওয়াত এর সাথে থাকতেই পছন্দ করে ।

এবার আবারও বিতর্কের মুখে কঙ্গনা।আগামী ছবি ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র ‘ওয়াখরা’ গানের টিজার লঞ্জ অনুষ্ঠানে গিয়ে এক সাংবাদিকদের সঙ্গে বচসায় জড়ালেন অভিনেত্রী।

 

যেকোনো মিউজিক লঞ্চ অনুষ্ঠানের মতনই এই অনুষ্ঠানটি ও সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের মাধ্যমেই শুরু হয় অনুষ্ঠানটি। এর মাঝেই এক সাংবাদিক কঙ্গনা কে প্রশ্ন করে। এই সাংবাদিকই নাকি মণিকর্ণিকা: দ্যা কুইন অফ ঝাঁসি ছবিটি মুক্তির আগে টানা তিন ঘণ্টা ধরে কঙ্গনার সাক্ষাৎকার নিয়েছিল এবং পরে তাঁর বিরুদ্ধে, তাঁর ছবির বিরুদ্ধে  খারাপ প্রচার করেন। কঙ্গনা সেই কারনে সাংবাদিকের কোনো প্রশ্নের উত্তর না দিয়ে বেকে বসলেন।অভিনেত্রীর কথায় তার ছবিকে এবং তাঁকে ‘উগ্র জাতিয়তাবাদী’র তকমা দিয়েছিলেন এই সাংবাদিক। কঙ্গনার এই বক্তব্যের পরই তাঁর সঙ্গে ওই সাংবাদিকের বচসা বাঁধে। পুরো ঘটনায় অপ্রস্তুত হয়ে পড়েন সেখানে উপস্থিত অন্যান্য কলা কুশলী রা। সেখানে উপস্থিত ছিলেন একতা কাপুর, রাজকুমার রাও সহ অন্যান্যরা। ঘটনাস্থলে উপস্থিত ছবির জন্য সংযোগের দায়িত্বে থাকা এক মহিলা বিষয়টি সামাল দাওয়ার চেষ্টা করেন ঠিকই কিন্তু তাতে হিতে বিপরীত হয়। পরিস্থিতি আরও খারাপের দিকে যায়। পরে একতা কাপুর ও রাজকুমার রাও কথোপকথনের মাধ্যমে বিষয়টি সামল দেন।

সম্পর্কিত খবর