বাংলাহান্ট ডেস্ক: কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) সঙ্গে রাজনীতি ওতপ্রোত ভাবে জড়িত। বিশেষ করে কেন্দ্রীয় সরকারের প্রতি তাঁর আনুগত্য কারোরই অজানা নয়। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) জন্মদিনে তাঁকে ‘অমর’ এবং ‘অবতার’ বলে আখ্যা দেন অভিনেত্রী। এবার প্রধানমন্ত্রীর পাওয়া উপহারের নিলামে দুটি জিনিসের প্রতি আগ্রহ দেখালেন কঙ্গনা।
বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেসব উপহার, স্মৃতি স্মারক পেয়েছেন তার মধ্যে কয়েকটি জিনিসের নিলাম হয় সম্প্রতি। সেখানেই উপস্থিত ছিলেন কঙ্গনা। নিজেকে ভাগ্যবতী বলে উল্লেখ করে কঙ্গনা জানান, ওই সব উপহারের মধ্যে থেকে দুটি জিনিসের জন্য দর হেঁকেছেন তিনি।
কী কী সেই দুটি জিনিস? দুটোই রাম মন্দিরের সঙ্গে সম্পর্কিত। কঙ্গনা জানিয়েছেন, রাম জন্মভূমির মাটি এবং মন্দিরের একটি মডেলের জন্য নিলামে দর হেঁকেছেন তিনি। সঙ্গে তিনি এও লিখেছেন, এই নিলামে যে টাকাটা উঠবে তা কেন্দ্রীয় সরকারের ‘নমামি গঙ্গে’ প্রকল্পে দেওয়া হবে। সকলকে এই নিলামে অংশ নেওয়ার জন্য আহ্বানও জানিয়েছেন তিনি।
এ বিষয়ে সংবাদ মাধ্যমকে কঙ্গনা বলেন, “আমি ধর্মপ্রাণ মানুষ। তাই আমি রাম জন্মভূমির জন্য দর হেঁকেছি। এটা রাম মন্দিরের একটা মডেল, কারণ আমি সবসময় ভাবতাম এটার ডিজাইন কেমন হবে। এটা এখানে ছিল বলেই আমি এটার জন্য দর হেঁকেছিলাম।”
https://www.instagram.com/p/CjNwIn4hpC6/?igshid=YmMyMTA2M2Y=
মাস খানেক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে এক বিশেষ বার্তা পাঠিয়েছিলেন কঙ্গনা। শুভেচ্ছা জানিয়ে লিখেছিলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। ছোটবেলায় স্টেশনে চা বিক্রি করা থেকে এই গ্রহের সবথেকে ক্ষমতাশালী ব্যক্তি হয়ে ওঠা, কী অভাবনীয় সফর! আপনার সুদীর্ঘ জীবন কামনা করি।
কিন্তু রামের মতো, কৃষ্ণের মতো, গান্ধীর মতো আপনি অমর। এ দেশের চেতনে আপনার নাম চিরতরে খোদাই হয়ে গিয়েছে। আপনাকে মানুষ চিরদিন ভালবাসবে। আপনার উত্তরাধিকার কেউ মুছে দিতে পারবে না। তাই আপনাকে অবতার বলি। আপনাকে নেতা হিসাবে পেয়ে আমরা ধন্য।’