ইন্দিরা গান্ধী হয়ে উঠলেন কঙ্গনা, ফ্লপ হওয়া থেকে বাঁচতে হলিউডের মেকআপ শিল্পীকে ডাক কুইনের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: পরপর সব ছবি ফ্লপের খাতায় নাম লিখিয়েছে। কেরিয়ারে শনির দশা চলছে কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut)। পরপর ফ্লপের জেরে বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। তাই আসন্ন ছবিগুলিকে হিট করানোর জন‍্য কোমর বেঁধে নামছেন কঙ্গনা। অস্কারজয়ী মেকআপ আর্টিস্টকে সুদূর হলিউড থেকে ডেকে আনিয়েছেন তিনি।

আগামীতে ‘এমার্জেন্সি’ ছবিতে দেখা যাবে কঙ্গনাকে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে চলেছেন তিনি। তার জন‍্যই হলিউড থেকে পুরস্কারজয়ী মেকআপ আর্টিস্টকে ডেকে এনেছেন কঙ্গনা। সবকিছু নিখুঁত চাই তাঁর।


হলিউড থেকে অস্কারজয়ী শিল্পীকে ডেকে এনেছেন কঙ্গনা। ইন্দিরা গান্ধী হয়ে ওঠার সুদীর্ঘ প্রসেস এর কিছু অংশের ছবি শেয়ার করেছেন তিনি। সঙ্গে ধন‍্যবাদ জানিয়েছেন হলিউডের শিল্পীকে। কঙ্গনা এও জানিয়েছেন, হলিউডের ওই মেকআপ আর্টিস্টের ঝুলিতে অস্কার ছাড়াও রয়েছে বাফটা পুরস্কার। ডার্কেস্ট আওয়ার, দ‍্য ব‍্যাটম‍্যান, ওয়ার্ল্ড ওয়ার জি এর মতো ছবির নেপথ‍্যে কাজ করেছেন তিনি।

গত বছরেই নিজের আগামী ছবি ‘এমার্জেন্সি’র ঘোষনা করেছিলেন কঙ্গনা। এই ছবিটিতেও অভিনয়ের পাশাপাশি পরিচালকের চেয়ারেও থাকবেন অভিনেত্রী। তিনি বলেছিলেন, এক বছরেরও বেশি সময় ধরে এমার্জেন্সি ছবির উপরে কাজ করছিলেন তিনি।

তারপরেই তিনি উপলব্ধি করেন, তাঁর থেকে ভালভাবে কেউ পরিচালনা করতেই পারত না। ছবির চিত্রনাটৎ লিখেছেন রিতেশ শাহ। এমার্জেন্সি ছড়িবিটিকেইন্দিরা গান্ধীর বায়োপিক বলতে নারাজ কঙ্গনা। বরং তাঁর মতে, এটি একটি রাজনৈতিক ছবি যা দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বুঝতে সহায়তা করবে।

প্রসঙ্গত, সপ্তাহ কয়েক আগে মুক্তিপ্রাপ্ত ধাকড় ছবিটি ফ্লপ হয়েছে কঙ্গনার। বক্স অফিস সূত্রে খবর, ধাকড় চলেইনি প্রেক্ষাগৃহে। মুক্তির কয়েক দিন পরেই অত‍্যন্ত খারাপ ফলের জন‍্য প্রেক্ষাগৃহ থেকে উঠে যায় ধাকড়। ভুলভুলাইয়া ২ এর সামনে টিকতেই পারেনি এই ছবি। ৮৫ কোটি টাকার বাজেটে তৈরি হয়েছিল ধাকড়। এদিকে বক্স অফিসে মোটে ২.৫৮ কোটি টাকার ব‍্যবসা করেছে কঙ্গনার ছবি। ফলতঃ প্রায় ৭৮ কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন ছবি নির্মাতারা।

সম্পর্কিত খবর

X