বাংলাহান্ট ডেস্ক: বুধবার ৩৫ তম জন্মদিন পালন করলেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। অন্যান্য বলিউড তারকাদের মতো ধুমধাম করে পার্টি করে নয়, একেবারে অন্য রকম ভাবে জন্মদিন পালন করলেন ‘কুইন’ অভিনেত্রী। সপরিবারে বৈষ্ণোদেবীর মন্দিরে পুজো দিয়ে জীবনের এই বিশেষ দিনটিতে দেবী মায়ের আশীর্বাদ কামনা করলেন কঙ্গনা।
গাঢ় নীল ও লাল সালোয়ার কামিজ এবং হলুদ ওড়নায় সেজে বৈষ্ণোদেবীর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী। এদিনের বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, ‘আজ আমার জন্মদিন উপলক্ষে ভগবতী শ্রী বৈষ্ণোদেবী জির দর্শন করলাম। তাঁর এবং আমার বাবা মায়ের আশীর্বাদ সঙ্গে নিয়ে বাকি বছরটা কাটাব। সকলকে ধন্যবাদ ভালবাসা ও আশীর্বাদের জন্য।’
সপরিবারে বৈষ্ণোদেবীর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন কঙ্গনা। দিদি রঙ্গোলি চান্দেলের সঙ্গেও ছবি শেয়ার করেছেন তিনি। তারপর ভৈরো বাবার মন্দিরেও পুজো দেন কঙ্গনা। একগুচ্ছ ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘বৈষ্ণোদেবী জির দর্শনের পর আমরা ভৈরো বাবার দর্শন করলাম।’
তিনি আরো লিখেছেন, ‘লোককথা অনুযায়ী, দৈত্য ভৈরো তরুণী বৈষ্ণোদেবীর পিছনে দিনরাত ধরে ছুটছিলেন। বৈষ্ণোদেবী দৌড়ে পাহাড়ের চূড়ায় উঠে একটি গুহার (যে গুহাটা মূল দর্শন স্থান) মধ্যে ভয়ে লুকিয়ে পড়েন। যখন ভৈরো তাঁর মুখোমুখি হন তখন তিনি শক্তিরূপে প্রকাশিত হয়ে এমনি তেজের সঙ্গে দৈত্যের মস্তকচ্ছেদ করেন যে সেটা আরেকটি পাহাড়ের চূড়ায় গিয়ে পড়ে।’
https://www.instagram.com/p/CbblxHsIWAS/?utm_medium=copy_link
কঙ্গনা লিখেছেন, ‘ভৈরোকে বধ করার পর বৈষ্ণোদেবী ঘোষনা করেন যে, ভৈরো আসলে ভগবান শিব। বৈষ্ণোদেবীর গৌরব প্রতিষ্ঠার জন্য শিব এই অভিনয় করেন। যদি বৈষ্ণোদেবীকে পুজো করেন তবে তাকে ভৈরো বাবাকেও পুজো করতে হবে। যেখানে ভৈরো বাবার মস্তক পড়েছিল সেখানে মন্দির তৈরি হয়েছে। এই লোককথা আমাদের শেখায় নিজের শত্রুদেরকেও শ্রদ্ধা করতে। হিন্দু ধর্মে বলা হয় শক্তি বিভিন্নর রূপ আছে আর কোনো দৃষ্টিকোণকেই অবহেলা করা উচিত নয়। দয় মাতা দি!’
https://www.instagram.com/p/Cbb2ZCiMmA9/?utm_medium=copy_link
এদিন সপরিবারে বৈষ্ণোদেবীর মন্দিরে পুজো দেন কঙ্গনা। দিদি রঙ্গোলি চান্দেলের সঙ্গেও ছবি শেয়ার করেছেন তিনি। কমেন্ট বক্সে অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন নেটনাগরিকরা।