বাংলাহান্ট ডেস্ক: কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) আর বিতর্ক, একে অপরের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত। বিতর্ক ছাড়া সম্ভবত একটা কাজও করতে পারেন না অভিনেত্রী। ব্যক্তিগত জীবন রটনা, কেচ্ছায় ভরা। এবার পেশাগত জীবনেও পদে পদে হোঁচট খাচ্ছেন কঙ্গনা। তাঁর আসন্ন ছবি ‘এমারজেন্সি’ (Emergency) টিজার বেরোনোর পরপরই জড়াল বিতর্কে।
নতুন ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় ধরা দেবেন কঙ্গনা। তাঁর সময়ে দেশে জারি হওয়া জরুরি অবস্থার কাহিনিই ফুটিয়ে তোলা হবে ‘এমারজেন্সি’তে। ইতিমধ্যেই ইন্দিরা রূপী কঙ্গনার প্রথম ঝলক প্রকাশ্যে এসে গিয়েছে। কিন্তু টিজার দেখা মাত্র ছবিটি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (Indian National Congress)। তাদের অভিযোগ, ইন্দিরা গান্ধীর ভাবমূর্তি নষ্ট করার উদ্দেশেই ছবিটি তৈরি করছেন কঙ্গনা।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, মধ্যপ্রদেশে এমারজেন্সি ছবিটি নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে কংগ্রেস। দলের মিডিয়া বিভাগের তরফে এমনো দাবি করা হয়েছে, কঙ্গনা রানাওয়াত বিজেপির এজেন্ট। তাই গেরুয়া শিবিরের কথাতেই ইন্দিরা গান্ধীর ভাবমুর্তি নষ্ট করার চেষ্টা করছেন। কংগ্রেসের তরফে শর্ত দেওয়া হয়েছে, এমারজেন্সি ছবিটি দর্শকদের জন্য মুক্তি দেওয়ার আগে তাদের দেখার ব্যবস্থা করতে হবে।
অন্যদিকে বিজেপির তরফে রাজপাল সিংয়ের কটাক্ষ, এমারজেন্সির টিজার দেখেই কংগ্রেসের অভ্যন্তরে শোরগোল পড়ে গিয়েছে। কারণ প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলেই দেশের ইতিহাসে চিরদিনের জন্য কলঙ্কের দাগ পড়ে গিয়েছিল।
প্রসঙ্গত, এমারজেন্সির টিজারে ১ মিনিট ২০ সেকেন্ডের ভিডিওতে ইন্দিরা রূপে দেখা মিলেছে কঙ্গনার। সেই একই রকম আইকনিক হেয়ারস্টাইল, একই রকম শাড়ি এমনকি কথাবার্তাতেও মিল খুঁজে পেয়েছেন অনেকেই। নিন্দুকরাও স্বীকার করতে বাধ্য হয়েছেন, ইন্দিরা গান্ধী রূপে বেশ ভালোই মানিয়েছে কঙ্গনাকে।
এমারজেন্সি ছবিটিকে ইন্দিরা গান্ধীর বায়োপিক বলতে নারাজ কঙ্গনা। বরং তাঁর মতে, এটি একটি রাজনৈতিক ছবি যা দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি বুঝতে সহায়তা করবে। ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রীর গদিতে থাকাকালীন ১৯৭৫ সালে বিতর্কিত এমারজেন্সির সময়কার ঘটনবলী উঠে আসবে এই ছবিতে। আগামী বছর মুক্তির পেতে চলেছে ‘এমারজেন্সি’।