বাংলাহান্ট ডেস্ক: বলিউডের যে অভিনেত্রী রাজনীতি সম্পর্কে সবথেকে বেশি ওয়াকিবহাল, তিনি নিঃসন্দেহে কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। অভিনেত্রীদের মধ্যে তো বটেই, ইন্ডাস্ট্রির সমস্ত অভিনেতাদের মধ্যেও তিনিই রাজনৈতিক বিষয়ে সবথেকে বেশি মতামত রাখেন। স্বাভাবিক ভাবেই তাঁর রাজনীতিতে যোগদানের সম্ভাবনা নিয়ে বারবার জল্পনা হয়েছে। কিন্তু কঙ্গনা নিজেই প্রতিবার সমস্ত গুঞ্জন উড়িয়ে দিয়েছেন।
কিন্তু এবার দেখা গেল উলট পুরাণ। নিজের মুখেই রাজনীতিতে যোগদানের ইচ্ছা প্রকাশ করলেন কঙ্গনা। আরো স্পষ্ট ভাবে বললে, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে লড়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। দল যদি তাঁকে টিকিট দেয় তাহলে হিমাচল প্রদেশের মান্ডি থেকে ভোটে লড়তে চান, জানিয়ে দিলেন কঙ্গনা।
সম্প্রতি এক অনুষ্ঠানে অভিনেত্রীর কাছে প্রশ্ন রাখা হয়েছিল, তিনি কি রাজনীতিতে যোগ দেওয়ার চিন্তা ভাবনা করছেন? উত্তরে অভিনেত্রী বলেন, তিনি সবরকম যোগদানেই উৎসুক। তিনি আরো বলেন, হিমাচল প্রদেশের মানুষরা যদি তাঁকে সুযোগ দেন জনসেবা করার তাহলে সেটা তাঁর কাছে সৌভাগ্যের ব্যাপার হবে।
কঙ্গনার বার্তা, “আমি চাই অন্যান্য যারা কঠোর পরিশ্রমী তারাও এগিয়ে আসুন। অনেকেই আছেন যারা খুবই পরিশ্রম করেন, আমি চাই তারাও এগিয়ে আসুক।” এখানেই না থেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ‘মহাপুরুষ’ বলে আখ্যা দিয়ে তিনি বলেন, এটা খুব দুঃখের ব্যাপার যে প্রধানমন্ত্রী মোদী এবং রাহুল গান্ধী একে অপরের প্রতিপক্ষ, তবে মোদীজি খুব ভাল ভাবেই জানেন তাঁর সমান কেউ নেই।
সেই সঙ্গে হিমাচলের মেয়ে কঙ্গনা জোর গলায় জানান, আম আদমি পার্টির মিথ্যে প্রতিশ্রুতিতে হিমাচল প্রদেশের মানুষরা অন্তত গলবে না। তারা নিজেরা সৌরশক্তি দিয়ে সবজি ফলায়। বিনামূল্যে জিনিস দেওয়ার প্রতিশ্রুতি হিমাচলীদের উপরে কাজ করবে না।