বাংলাহান্ট ডেস্ক: আলটপকা মন্তব্য করতে কখনোই পিছপা হন না কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। তাঁর মনে যা, মুখেও তাই। এর জেরে দুদিন অন্তর অন্তর বিতর্কে জড়ান তিনি। তবে কঙ্গনা বরাবরই বেপরোয়া। নিজের আগামী ছবি ‘ধাকড়’ এর ব্যাপারে কথা বলতে গিয়েই আবারো এক বিষ্ফোরক মন্তব্য করে বসেছেন ‘কুইন’।
হলিউডের (Hollywood) সুপারহিরো ছবিগুলো সবই হিন্দুদের ‘বেদ’ থেকে অনুপ্রাণিত, দাবি অভিনেত্রীর। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে কঙ্গনার কাছে প্রশ্ন রাখা হয়েছিল, যদি তিনি কোনোদিন সুপারহিরো ছবি বানান তবে কি হলিউডের মতো কমিক বুক স্টাইলে বানাবেন নাকি ভারতীয় পুরাণের দিকে ঝুঁকবেন।
কঙ্গনার চটজলদি উত্তর, “অবশ্যই ভারতীয় পুরাণ। আমার মনে হয় পশ্চিমের ইন্ডাস্ট্রি আমাদের পুরাণের থেকে অনেক কিছুই ধার নেয়। ওদের সুপারহিরো দের যখন দেখি, উদাহরণ স্বরূপ আয়রন ম্যান, আমার মনে হয় তাঁর বর্মটাকে মহাভারতে কর্ণের কবচের সঙ্গে তুলনা করা যেতে পারে।”
তিনি আরো বলেন, “থরের হাতুড়ির সঙ্গে হনুমানজি আর তাঁর গদার তুলনা করা যায়। আমার মনে হয়েছে অ্যাভেঞ্জারস মহাভারত থেকে অনুপ্রাণিত। তাদের দৃষ্টিভঙ্গি আলাদা হতে পারে, কিন্তু এই সুপারহিরোদের গল্পগুলো কিন্তু আমাদের বেদ থেকেই অনুপ্রাণিত। ওরাও এই সত্যটাকে স্বীকার করে। আমিও আসল কোনো সিনেমা বানাতে চাই। হলিউডের থেকে নকল কেন করব!”
সাক্ষাৎকারে কঙ্গনা আরো জানান, তিনি অতিরিক্ত আত্মবিশ্বাসী আর নিজেকে নিয়ে সন্তুষ্ট ছিলেন। যখন বলিউডে কাজ শুরু করেন তখন তিনি কারোর কাছে কাজ চাইতে যেতেন না। সাংবাদিকদের সঙ্গে কথা বলতেন না। তাঁকে প্রশ্ন করলে পালটা উদ্ভট উত্তর দিতেন। এখন মনে হয় সেগুলো বদলাতে পারলে ভাল হত। সমস্যা কম হত।