‘পাঙ্গা গার্ল” কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে উঠল চুরির অভিযোগ! বিপাকে অভিনেত্রী

বাংলা হান্ট ডেস্কঃ বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত নিজের সিনেমা মণিকর্ণিকার ফ্র্যাঞ্চাইজি এগিয়ে নিয়ে যাওয়ার ঘোষণা করেছেন। পাঙ্গা গার্লকে খুব শীঘ্রই মণিকর্ণিকা রিটার্নসঃ দ্য লেজেন্ড অফ দিদ্দাতে দেখা যাবে। মণিকর্ণিকাতে ঝাঁসির রানীর কাহিনী দেখানো হয়েছিল। আর এই সিনেমায় কাশ্মীরের রানীর কাহিনী দেখানো হবে। কিন্তু সিনেমার ঘোষণার পর পরই অভিনেত্রীর বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে। ‘দিদ্দা”র লেখন আশিস কৌল অভিযোগ করেছেন যে, ওনার কাহিনী চুরি করেছেন কঙ্গনা।

আশিস কৌল কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে কপিরাইটের অভিযোগ তুলেছেন। একটি সাক্ষাৎকারে আশিস বলেন, নিজের অধিকারের জন্য লড়াই করা কঙ্গনা কেন আমার মতো লেখকের অধিকারকে সর্বসমক্ষে হনন করছেন। আশিস বলেন, কঙ্গনা অধিকারের লঙ্ঘন করেছে এটা বেআইনি।

আশিস আরও বলেন, ঙ্গনার স্টাইল বোঝা গেল না, আমি এটাকে বৌদ্ধিক চুরি বলব। আশিস বলেন, কঙ্গনা এটিও দাবি করতে পারেন যে ‘দিদ্দা” একটি ঐতিহাসিক চরিত্র তাই দিদ্দার চরিত্র নিয়ে যে কেউ সিনেমা বানাতে পারেন। কিন্তু সত্য কথা হল, আমি এই চরিত্র নিয়ে দীর্ঘ ৬ বছর গবেষণা করেছি। কিন্তু কঙ্গনা দুই পৃষ্ঠাও লেখেন নি এই ঐতিহাসিক চরিত্র নিয়ে।

আপনাদের জানিয়ে দিই, বৃহস্পতিবার কঙ্গনা রানাওয়াত মণিকর্ণিকা রিটার্ন্স দ্য লেজেন্ড অফ দিদ্দা সিনেমা বানানোর ঘোষণা করেছেন। এই সিনেমা তিনি ফিল্মমেকার কমল জৈনর সাথে করছেন। উনি ট্যুইট করে বলেছিলেন যে, ‘আমাদের ভারতবর্ষ ঝাঁসির রানীর মতো বীরাঙ্গনার কাহিনীর সাক্ষী। এরকমই আরেক বীরাঙ্গনা হলেন কাশ্মীরের রানী, যিনি মেহমুদ গজনভীকে দুই-দুবার হারিয়েছিলেন।

Koushik Dutta

সম্পর্কিত খবর