‘এমার্জেন্সি’র শুটিংয়ের সময়ে দুর্ঘটনা, পাথরে পা পিছলে নদীতে পড়লেন কঙ্গনা!

বাংলাহান্ট ডেস্ক: অভিনয়ের সঙ্গে সঙ্গে পরিচালকের আসনেও বসে পড়েছেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর শাসনকালে দেশজুড়ে জারি হওয়া জরুরি অবস্থার উপরে ভিত্তি করে একটি ছবি বানাতে চলেছেন তিনি। নাম ‘এমার্জেন্সি’। সেই ছবিরই শুটিংয়ের সময়ে দুর্ঘটনার কবলে পড়েন কঙ্গনা।

বেশ অনেকদিন পর আবারো পরিচালক কঙ্গনা রানাওয়াতকে দেখা যাবে এমার্জেন্সি ছবির মাধ‍্যমে। সম্প্রতি এই ছবির জন‍্যই রেইকি করতে বেরিয়েছিলেন অভিনেত্রী ও তাঁর টিম। পাহাড়ি নদী, জঙ্গলের মধ‍্যে দিয়ে শুটিংয়ের জন‍্য সঠিক জায়গা খুঁজতে দেখা গেল তাঁদের। কিছু ছবি সোশ‍্যাল মিডিয়ায় অনুরাগীদের জন‍্যও শেয়ার করেছেন কঙ্গনা।

Kangana 5
ছবিগুলির কোনোটায় তাঁকে হালকা সবুজ রঙের জ‍্যাকেট এবং টাইটসে দেখা গেল। কোনোটায় আবার লাল ট্র‍্যাক স‍্যুট পরে ক‍্যামেরায় ধরা দিলেন কঙ্গনা। পাথর টপকে নদী পেরিয়ে, জঙ্গলের রাস্তায় ঘুরে ঘুরে টিমের সঙ্গে রেইকি করেছেন কঙ্গনা। এই লোকেশন খোঁজার সময়েই ঘটে দুর্ঘটনা।

পাথরের উপর দিয়ে হেঁটে পাহাড়ি নদী পেরোনোর সময়ে পা পিছলে নদীতে পড়ে যান কঙ্গনা। তবে সৌভাগ‍্যক্রমে চোট লাগেনি তাঁর। সেই ঘটনারও ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে, নদীর জলের মধ‍্যে দাঁড়িয়ে একটি বড় পাথর ধরে ওঠার চেষ্টা করছেন অভিনেত্রী। সঙ্গে তিনি লিখেছেন, অতিরিক্ত উত্তেজিত হয়ে গেলে এই অবস্থাই হয়। অনেকে দাবি করেছেন, ছবিগুলি অসমের কাজিরাঙ্গা জাতীয় পার্ক অঞ্চলে তোলা।

Kangana ranaut
কঙ্গনা যে অসমে আছেন সেটা বোঝা গিয়েছে তাঁর পরবর্তী পোস্টেই। শুটিংয়ের ফাঁকে অসমের মুখ‍্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিনি। সেখানেই তিনি জানিয়েছেন, অসমের বিভিন্ন অঞ্চলে ঘুরে শুটিং করবেন তাঁরা। এই আউটডোর শুটিংয়ে মুখ‍্যমন্ত্রীর সাহচর্য তাঁরা পাবেন বলেও জানিয়েছেন কঙ্গনা।

https://www.instagram.com/p/CkgOLwAo49t/?igshid=YmMyMTA2M2Y=

প্রসঙ্গত, ‘এমার্জেন্সি’ ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে চলেছেন কঙ্গনা। তিনি বলেছিলেন, এক বছরেরও বেশি সময় ধরে এমার্জেন্সি ছবির উপরে কাজ করছিলেন তিনি। তারপরেই তিনি উপলব্ধি করেন, তাঁর থেকে ভালভাবে কেউ পরিচালনা করতেই পারত না। ছবির চিত্রনাট‍্য লিখেছেন রিতেশ শাহ।

Niranjana Nag

সম্পর্কিত খবর