বলিউডে বিছানো হাজারো ফাঁদ, না বুঝে অ্যাডাল্ট ছবিতে অভিনয় করতে গিয়েছিলেন কঙ্গনা!

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের কন্ট্রোভার্সি কুইন, পাঙ্গা গার্ল, নাম কম নেই কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut)। তাঁর মতামত অন‍্যদের থেকে যতই আলাদা হোক না কেন, তিনি যে অভিনয়টা বেশ ভালোই পারেন তা স্বীকার করবেন অনেকেই। পাঁচ বার জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। তথাকথিত ‘বহিরাগত’ হয়েও বলিউডে নিজের চেষ্টায় আজ এই সাফল‍্য পেয়েছেন কঙ্গনা। ২৩ মার্চ, বুধবার ৩৫ এ পা দিলেন তিনি।

হিমাচলের মেয়ে কঙ্গনা। বলিউডে আসার জন‍্য অনেক কম বয়সে বাড়ি থেকে পালিয়ে এসেছিলেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে অভিনয় ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। তার আগে মডেলিং করতেন কঙ্গনা। মুম্বইয়ে এসে অনেক রকম অভিজ্ঞতা হয়েছিল তাঁর, সেকথা আগেও বহুবার বলেছেন কঙ্গনা। এমনকি বিপথেও চলে গিয়েছিলেন তিনি।

Kangana Ranaut 3
একটা কাজ খোঁজার এতই মরিয়া হয়ে উঠেছিলেন তিনি যে অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রিতেও পৌঁছে গিয়েছিলেন! কঙ্গনা নিজেই জানিয়েছিলেন, বলিউডে তাঁর ডেবিউ ছবির আগেই একটি অ্যাডাল্ট ফিল্মে অভিনয় করতে রাজি হয়ে গিয়েছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে কঙ্গনা বলেছিলেন, তিনি তখন টিনএজার। একটি ফটোশুট করার দরকার ছিল তাঁর। তখনি তাঁর কাছে ছবিটির প্রস্তাব আসে। প্রথমটা দোনোমনায় ছিলেন কঙ্গনা। তিনি বুঝতে পেরেছিলেন যে বিষয়টা ঠিক হচ্ছে না। তাও শেষমেষ নিজের মনকে রাজি করিয়ে ‘হ‍্যাঁ’ বলেন তিনি।

কিন্তু পরে ভুল ভাঙে অভিনেত্রীর। ফটোশুট করতে করতেই তিনি বুঝেছিলেন যে এটা কোনো অ্যাডাল্ট ছবির জন‍্য হচ্ছে। কারণ ফটোশুটটা খুবই অশ্লীল ছিল। তবে কঙ্গনা জানান, শেষ পর্যন্ত ওই ছবিটি তিনি করেননি। কোনো ভাবে সেখান থেকে পালিয়ে আসেন তিনি।

kangana ranaut on marriage emotionally financially spiritually i should do better with my partner 2
কঙ্গনার প্রথম ছবি ‘গ‍্যাংস্টার’। সেই ছবিটির প্রস্তাব পাওয়ার পেছনেও চমকপ্রদ কাহিনি রয়েছে। একটি ক‍্যাফেতে কঙ্গনাকে প্রথম দেখেছিলেন পরিচালক অনুরাগ বাসু। তখনি প্রস্তাব দিয়েছিলেন চরিত্রটির জন‍্য। অবশ‍্য গ‍্যাংস্টারের জন‍্যও অনেক অডিশন দিতে হয়েছিল তাঁকে। কয়েক মাসের অপেক্ষার পর সুখবর আসে কঙ্গনার কাছে। এই ছবির জন‍্য সেরা নবাগতা অভিনেত্রী হিসাবে পুরস্কারও পেয়েছিলেন তিনি।

‘গ‍্যাংস্টার’ কঙ্গনাকে কাঙ্খিত লাইমলাইট এনে দিয়েছিল। তারপরেও অবশ‍্য স্ট্রাগল কম করতে হয়নি তাঁকে। আজ তিনি একাধারে অভিনেত্রী, পরিচালক এবং প্রযোজক। বলিউডের সবথেকে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেত্রীদের মধ‍্যে অন‍্যতম কঙ্গনা।

Niranjana Nag

সম্পর্কিত খবর