পোশাক খুলিয়ে শরীর দেখত পাড়ার দাদা! মাত্র পাঁচ বছর বয়সের যৌন হেনস্থার ঘটনা শেয়ার করলেন কঙ্গনা

বাংলাহান্ট ডেস্ক: মাত্র পাঁচ বছর বয়সে যৌন হেনস্থা হতে হয়েছিল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে (Kangana Ranaut)। নিজের পাড়ারই বয়সে তুলনামূলক বড় এক দাদার কাছে হেনস্থা হতে হয়েছিল ছোট্ট কঙ্গনাকে। এত বছর পর নিজের শো ‘লক আপ’ সর্বসমক্ষে সেই ভয়াবহ ঘটনার কথা জানান অভিনেত্রী। সঙ্গে এও বলেন, দেশে প্রতিনিয়ত বহু শিশু এই ধরনের ঘৃণ‍্য ঘটনার শিকার হয়ে চলেছে, যার জেরে সারা জীবনের মতো এক ভয়ের ছাপ পড়ে যাচ্ছে তাদের মনে।

নতুন শুরু হওয়া রিয়েলিটি শো ‘লক আপ’এ সঞ্চালকের ভূমিকায় রয়েছেন কঙ্গনা। শোয়ের অন‍্যতম প্রতিযোগী মুনাওয়ার ফারুকি (Munawar Faruqui) নিয়ম মতো নিজের জীবনের অত‍্যন্ত গোপন একটি কথা সর্বসমক্ষে প্রকাশ করেন। মাত্র ছয় কি সাত বছর বয়সে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন মুনাওয়ার।

MunawarFaruqui Facebook 312021 1200
পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় চার-পাঁচ বছর ধরে এই ঘৃণ‍্য কাজ করে গিয়েছেন তাঁর সঙ্গে। অত ছোট বয়সে বুঝতেও পারেননি যে কী ঘটছে তাঁর সঙ্গে। মুনাওয়ার জানান, খুবই ঘনিষ্ঠ আত্মীয় হওয়ায় কখনো এই কথাটা মুখ ফুটে কাউকে বলতে পারেননি তিনি। তবে তাঁর এক সময় মনে হয়েছিল যে তাঁর বাবাও হয়তো কিছু একটা জানেন। কিন্তু আত্মীয়তার খাতিরে কিছুই বলতে পারেননি।

মুনাওয়ারের কথা শুনে চোখের জল চেপে রাখতে পারেননি কঙ্গনা। নিজের ছোটবেলার কথা স্মরণ করে তিনি জানান, “কত বাচ্চা প্রতিনিয়ত এমন হেনস্থার শিকার হয়ে চলেছে। কিন্তু কেউ কখনো এটা নিয়ে জনসমক্ষে আলোচনা করে না। আমিও এমন ঘটনার শিকার। যখন আমি ছোট ছিলাম, আমাদের পাড়ায় একটি ছেলে যে আমার থেকে কয়েক বছরের বড় ছিল, আমাকে আপত্তিকর ভাবে স্পর্শ করত। কিন্তু আমি তখন এসব কিছুই বুঝতাম না।”

কঙ্গনা আরো জানান, তাঁর তখন পাঁচ কি ছয় বছর বয়স মাত্র। পাড়ার ওই দাদা বয়সে তাদের থেকে তিন-চার বছরের বড় ছিল। কঙ্গনা সহ পাড়ার অন‍্য ছোট বাচ্চাদের ডেকে সবার পোশাক খুলিয়ে শরীর দেখত ওই পাড়ার দাদা! কিন্তু ওই বয়সে তাঁদের সঙ্গে কী হচ্ছে কিছুই বোঝার মতো অবস্থা ছিল না বলে জানান কঙ্গনা।


অভিনেত্রীর কথায়, “বাচ্চারা এতটাই ছোট যে তাদের যৌনতার বিষয়ে বোঝানো সম্ভব নয়। কোনটা ভাল স্পর্শ আর কোনটা খারাপ স্পর্শ সেটার পার্থক‍্য বোঝানো সম্ভব নয় শিশুদের। সমাজের একটা বড় সমস‍্যা এটা। আর শিশুদেরই বেশি ভুগতে হয় এর জন‍্য। সারা জীবনের জন‍্য একটা দাগ পড়ে যায় মনে। তাই এই মঞ্চের মাধ‍্যমে আমরা শিশুদের যৌন হেনস্থা সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে চাইছি।”


Niranjana Nag

সম্পর্কিত খবর