আলাদা করে মূর্তির প্রয়োজন নেই, মহাদেব সর্বত্র বিরাজমান, জ্ঞানবাপী প্রসঙ্গে স্পষ্ট উত্তর কঙ্গনার

বাংলাহান্ট ডেস্ক: বিগত কিছুদিন ধরে জ্ঞাবাপী মসজিদে (Gyanvapi Mosque) শিবলিঙ্গের (Shiva Linga) অস্তিত্ব নিয়ে তর্ক বিতর্ক চলছে বিভিন্ন মহলে। এখনো পর্যন্ত বিনোদন জগতের মানুষদের সেভাবে মুখ খুলতে দেখা যায়নি। তবে কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) তো সবেতেই ব‍্যতিক্রম। এমন একটি বিষয় নিয়ে তিনি নিজের মতামত প্রকাশ করবেন না, এমনটা তো হতে পারে না।

সম্প্রতি নিজের আসন্ন ছবি ‘ধাকড়’ এর মুক্তির আগে বারাণসীতে গিয়েছিলেন কঙ্গনা। সেখানে কাশী বিশ্বনাথের মন্দির দর্শন‍ করে পুজো দেন অভিনেত্রী। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। স্বাভাবিক ভাবেই ওঠে জ্ঞানবাপীর প্রসঙ্গ। আর সোজা সাপটা নির্ভীক উত্ত‍র দিয়েছেন কঙ্গনা।

kangana 575
অভিনেত্রী বলেন, “মথুরার সর্বত্র শ্রী কৃষ্ণ রয়েছেন আর অযোধ‍্যার সর্বত্র শ্রীরাম রয়েছেন। তেমনি বারাণসীর সর্বত্র মহাদেব বিরাজমান। আলাদা করে কোনো মূর্তির প্রয়োজন নেই তাঁর। উনি সর্বত্র রয়েছেন।”

বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দির সংলগ্ন জ্ঞানবাপী মসজিদ এখন চর্চা এবং বিতর্কের কেন্দ্রস্থল। হিন্দুদের পক্ষ থেকে দাবি ওঠে, ওই মসজিদে রয়েছে এক শিবলিঙ্গ। অন‍্যদিকে মসজিদ পরিচিলনাকারী কমিটির আইনজীবীর দাবি, যেটিকে শিবলিঙ্গ বলা হচ্ছে সেটি আসলে মসজিদের ওজুখানার একটি ঝর্ণা। সম্প্রতি আদালতের নির্দেশে সিল করে দেওয়া হয় ওই স্থান।

মসজিদে শিবলিঙ্গ বিতর্ক নিয়ে মুখ খুলেছেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিনও। তিনি টুইটে লেখেন, ‘সব ধর্মের মানুষদের জন‍্য একটি বড় প্রার্থনা স্থলের ব‍্যবস্থা করাই ভাল। ১০ টি ঘর থাকা দরকার প্রার্থনা গৃহে। একটি ঘর সমস্ত জাত নির্বিশেষে হিন্দুদের জন‍্য। একটি ঘর সমস্ত মুসলিমদের জন‍্য। একটি ঘর খ্রিস্টান, একটি বৌদ্ধ, একটি শিখদের জন‍্য, একটি ঘর ইহুদি, একটা জৈন, একটি ঘর পারসিদের জন‍্য।’

তবে লাইব্রেরি, উঠোন, বারান্দা, খেলার ঘর ও শৌচাগার সব ধর্মের জন‍্য একটা করেই বানানো উচিত বলে মত তসলিমার। যদিও তসলিমার এই টুইটে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া মিলেছে নেটিজেনদের। আরো বিতর্ক বাড়িয়েছে তাঁর টুইট।


Niranjana Nag

সম্পর্কিত খবর