‘জেলে আমার মতামতই শেষ কথা’! সলমনের বিগ বসের সঙ্গে তুলনায় ফুঁসে উঠলেন কঙ্গনা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: যেদিন থেকে নতুন রিয়েলিটি শো ‘লক আপ’ (Lock Upp) এর ঘোষনা করেছেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut), সেদিন থেকেই সলমন খানের ‘বিগ বস’ (Bigg Boss) এর সঙ্গে তুলনা টানা হচ্ছে এই শোয়ের। দুটি শোয়েরই ধরন ধারন মোটামুটি এক। ১৩ জন বিতর্কিত তারকাকে নিয়ে শুরু হয়েছে কঙ্গনার শো। সেখানে তিনিই জেলার এবং সর্বেসর্বা।

সম্প্রতি বিগ বসের সঙ্গে তাঁর শোয়ের তুলনা টানা নিয়ে মুখ খোলেন কঙ্গনা। তাঁর স্পষ্ট কথা, বিগ বস সহ।সব টিভি শোতেই প্রতিযোগী থাকে। কিন্তু লক আপে প্রতিযোগী নয়, কয়েদিরা রয়েছেন। কঙ্গনার কথাই এখানে শেষ কথা। তিনিই বিজয়ীকেও বেছে নেবেন।


অভিনেত্রীকে প্রশ্ন করা হয়, এমন ভাবে তো তিনি কোনো এক প্রতিযোগীর প্রতি পক্ষপাতিত্বও করতে পারেন। অস্বীকার করেননি কঙ্গনা। তাঁর মতে, কাউকে পছন্দ করা বা অপছন্দ করা মানুষের সহজাত প্রকৃতি। কিন্তু তাতে তাঁর সিদ্ধান্তে কোনো প্রভাব পড়বে না বলেই দাবি করেছেন কুইন অভিনেত্রী। তিনি আরো জানিয়েছেন, এতদিন পর্যন্ত টিভি শো গুলিতে যেমন ধরনের বিজয়ীকে দর্শকরা দেখে এসেছেন তাঁর শো তে তেমনটা হবে না।

কঙ্গনা আরো বলেন, “যে জীবনের প্রতিকূলতার সঙ্গে লড়তে পারে, স্বতঃস্ফূর্ত, মজা করতে পারে আবার একই সঙ্গে সরল মনের, সেই লক আপের প্রথম সিজনের বিজয়ী হবে। আমি নিশ্চিত যে এমন একজন মানুষকেই আমি পছন্দ করব। আমার পছন্দের প্রতিযোগীই বিজেতা হবে।”

এর আগে বিগ বসকে কটাক্ষ করায় কঙ্গনার উপরে ক্ষোভ উগরে দিয়েছিলেন রাখি সাওয়ান্ত। ক্ষোভ উগরে দেন রাখি। অভিনেত্রী বলেন, “আমার খুব খারাপ লেগেছিল যখন কঙ্গনা বলে যে, ‘এটা আপনার ভাইয়ের ঘর নয়’। বোন শোনো, এতদিন ধরে ভাইই শো চালিয়ে আসছেন। তোমার দম থাকলে একটা শো চালিয়ে দেখাও। আমার মনে হয় ভাইয়ের দম আছে। কিন্তু বোনের নেই।” কিন্তু সেই সমালোচনার জবাব দেননি কঙ্গনা।

সম্পর্কিত খবর

X