ভাইয়ের বাগদান অনুষ্ঠানে জমিয়ে পাহাড়ি গানে নাচলেন কঙ্গনা

বাংলা হান্ট ডেস্ক: শীঘ্রই বিয়ের পিড়িতে বসছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ভাই অক্ষিত রানাওয়াত। তার আগে সম্প্রতি হলো অক্ষিতের বাগদান অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই জমিয়ে নাচলেন কঙ্গনা ও রঙ্গোলি। এক্কেবারে পাহাড়ি গানের সঙ্গে আঞ্চলিক নৃত্যের অংশ নিলেন কঙ্গনা।

 

বলিউড অভিনেত্রী হলেও কঙ্গনা রানাওয়াতের আরও এক পরিচয় হল তিনি হিমচল প্রদেশের মেয়ে, এক্কেবারে পাহাড়ি কন্যা। বর্তমানে কাজের জন্য কঙ্গনা যতই মুম্বইবাসী হোক না কেন, মনে হৃদয়ে এখনও তিনি এক্কেবারে পাহাড়ি কন্যে। ভাইয়ের বাগদান অনুষ্ঠানে সোনালি শাড়িতে সেজে পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে পাহাড়ি কায়দায় জমিয়ে নাচতে দেখা গেল কঙ্গনাকে। বোনের এই নাচের ভিডিয়ো পোস্ট করেছেন দিদি রঙ্গোলি। তিনি লিখেছেন, ” বন্ধুরা অনেকেই সমবেতভাবে এই পাহাড়ি নৃত্য শৈলী দেখতে আগ্রহী। এই গ্রুপে সবথেকে বয়োজ্যেষ্ঠ যিনি, তিনি হলেন আমার দাদু শ্রী ব্রহ্মচাঁদ রানাওয়াত, যিনি হলেন একজন আইপিএস অফিসার।”

https://twitter.com/Rangoli_A/status/1192837809125486593?s=19

 

আরও একটি টুইটে ভাই অক্ষিত ও বোন কঙ্গনার নাচের ভিডিয়ো শেয়ার করে রঙ্গোলি লিখেছেন, ”বাবা-মায়ের সামনেই ওদের নাচতে বাধ্য করা হয়।”

https://twitter.com/Rangoli_A/status/1192837809125486593?s=19

আরও একটি টুইটে রঙ্গোলি জানিয়েছেন ভাই অক্ষিতের বিয়ে হচ্ছে আগামী ৮ নভেম্বর শুক্রবার। অক্ষিত রানাওয়াত যাঁকে বিয়ে করছেন তিনি পেশায় একজন চিকিৎসক। রঙ্গোলির কথায়, তিনি ভীষণ খুশি যে তাঁর ভাই দীর্ঘদিন ধরে যে মহিলার সঙ্গে সম্পর্কে ছিলেন, তাঁর সঙ্গে সাতপাকে বাঁধা পড়তে চলেছেন।

https://twitter.com/Rangoli_A/status/1192761723612090370?s=19

 

গোটা অনুষ্ঠানে বেশকিছু ছবিও শেয়ার করেছেন রঙ্গোলি।রঙ্গোলির পোস্ট করা সমস্ত ছবি দেখেই স্পষ্ট, বেশ ঘটা করেই হয়েছে অক্ষিত রানাওয়াতের বাগদান অনুষ্ঠান। বিয়ের অনুষ্ঠানেও যে বেশ আড়ম্বর থাকবে সেটা বলাই বাহুল্য।

সম্পর্কিত খবর