‘এক গালে থাপ্পড় খেয়ে আরেক গাল বাড়িয়ে দিতে পারব না’, গান্ধীগিরি নয়, নেতাজির মন্ত্রে বিশ্বাসী কঙ্গনা

বাংলাহান্ট ডেস্ক: স্পষ্টবাদী বলে ইন্ডাস্ট্রিতে সুখ‍্যাতি এবং কুখ‍্যাতি দুই আছে কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। মনের কথা চেপে না রেখে প্রকাশ‍্যে মুখ খোলেন বলে বহুবার বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। অগুন্তি অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। কিন্তু ভয় পাওয়ার মানুষ নন ‘পাঙ্গা গার্ল’। তাঁর স্পষ্ট কথা, ‘গান্ধীগিরি’ নয়, নেতাজি সুভাষ চন্দ্র বসুর মন্ত্রে বিশ্বাস করেন তিনি।

কঙ্গনার আগামী ছবি ‘ধাকড়’এ এজেন্ট অগ্নির চরিত্রে দেখা যাবে তাঁকে। আগাগোড়াই অ্যাকশনে মোড়া ছবিটির ট্রেলার উত্তেজনা বাড়িয়েছে দর্শক মহলে। ভয়ঙ্কর হিংস্র অবতারে ধরা দিয়েছেন কঙ্গনা। তবে অভিনেত্রীর দাবি, শুধু ছবিতে নয়। বাস্তব জীবনেও তিনি একই রকম হিংস্র। অহিংসতা তাঁর জীবনের মন্ত্র নয়।

kangana 2
সংবাদ মাধ‍্যমের সঙ্গে সাক্ষাৎকারে কার্যত বোমা ফাটিয়েছেন কঙ্গনা। তিনি বলেন, “আমার স্বভাবটাই হিংস্র। মজা করছি না। কিছু মানুষ স্বভাবের দিক থেকেই হিংস্র হয়। আর এরা আইপিএস অফিসার বা সেনাবাহিনীতে যোগ দেয়। কিছু মানুষ আছে যারা এক গালে থাপ্পড় খেলে অন‍্য গাল বাড়িয়ে দেওয়ার আদর্শে বিশ্বাসী। আর কিছু মানুষ হয় যারা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এই আদর্শে বিশ্বাস করে। আমরা রক্ত দেওয়ায় বিশ্বাসী। আমার আদর্শ ওরকম।”

কঙ্গনা আরো জানান, তিনি গান্ধীগিরিতে বিশ্বাসী নন, কোনোদিন বিশ্বাস করেনওনি। বরং হিংস্রতা দিয়েই সমস‍্যা সমাধান করতে পছন্দ করেন তিনি। তাই ধাকড় ছবিটির প্রস্তাব যখন তাঁর কাছে এসেছিল তখন চরিত্রটির সঙ্গে একাত্মও হতে পেরেছিলেন কঙ্গনা।

আগামী ২৭ মে মুক্তি পেতে চলেছে ধাকড়। হিন্দি ছাড়াও তামিল, তেলুগু ও মালয়ালম ভাষাতেও মুক্তি পাবে এই ছবি। অ্যাকশন থ্রিলার ঘরানার ছবি হতে চলেছে ‘ধাকড়’। এজেন্ট অগ্নির চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন রজনীশ রাজি ঘাই।

দীপক মুকুট, সোহেল মাকলাইয়ের সঙ্গে সহ প্রযোজনা করেছেন হুনর মুকুট। ছবিতে কঙ্গনা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শাশ্বত চট্টোপাধ‍্যায় ও খলনায়কের চরিত্রে দেখা যাবে অর্জুন রামপালকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর