বলিউডে যৌন হেনস্থা অত‍্যন্ত সাধারণ একটা ব‍্যাপার, ইন্ডাস্ট্রির নোংরামি ফাঁস করলেন কঙ্গনা

বাংলাহান্ট ডেস্ক: আবারো বলিউডের অন্ধকার দিকের মুখোশ খুলতে তৎপর কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। ইন্ডাস্ট্রিতে নিজের একটা পরিচয় হওয়ার পর থেকেই হেভিওয়েটদের বিরুদ্ধে সুর চড়িয়ে এসেছেন তিনি। এখন তাঁকে প্রথম সারির একজন অভিনেত্রী বলা যায়‌। কিন্তু বলিউডের পর্দাফাঁস করা বন্ধ করেননি তিনি।

সম্প্রতি নিজের রিয়েলিটি শো ‘লক আপ’এ বলিউডের ‘কালো সত‍্য’ তুলে ধরেন কঙ্গনা। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে যৌন শোষন নাকি অত‍্যন্ত সাধারণ ব‍্যাপার। কঙ্গনা বলেন, ফিল্ম ইন্ডাস্ট্রি, ফ‍্যাশন ইন্ডাস্ট্রিতে যৌন হেনস্থা অত‍্যন্ত সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। সে ইন্ডাস্ট্রির হয়ে যে যতই গলা ফাটাক না কেন, এই সত‍্যিটা কেউ অস্বীকার করতে পারবে না।

kangana 2
ফিল্ম ইন্ডাস্ট্রি অনেককে স্বপ্ন দেখতে শেখায়। তেমনি আবার অনেকের স্বপ্ন চিরতরে শেষও করে দেয়। এটাই কালো সত‍্যি। এরপরেই ‘মিটু’ আন্দোলন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর কথায়, “বলিউডে মিটু হয়েছিল। কিন্তু সে সময়ে যে মহিলারা সুর চড়িয়েছেন তাদের এখন আর কোথাও দেখা যায় না। আমি যাদের সমর্থন করেছিলাম, আমাকে বয়কট করা হয়েছিল ইন্ডাস্ট্রি থেকে।”

প্রসঙ্গত, লক আপ শোটি শুরুর দিন থেকেই বিভিন্ন বিতর্ক উসকে দিচ্ছে। প্রকাশ‍্যে আসছে প্রতিযোগীদের জীবনের গোপনতম সব সত‍্যি। সম্প্রতি সাইশা শিন্ডে জানান, ইন্ডাস্ট্রির এক প্রখ‍্যাত ডিজাইনার তাঁকে তাঁর হোটেলের ঘরে ডেকে পাঠিয়েছিলেন। দুজনে সেখানে সঙ্গমে লিপ্ত হন।

সাইশা জানান, তাঁর মতো আর সাত আট জন ছেলের সঙ্গেও যৌন সম্পর্ক স্থাপন করেছেন ওই ডিজাইনার‌। যদিও তিনি কার কথা বলছেন তা খোলসা করেননি সাইশা। এরপরেই বলিউডের নোংরা দিক নিয়ে মুখ খোলেন কঙ্গনা।

Niranjana Nag

সম্পর্কিত খবর