কেউ বলে অভিশাপ কেউ বলে ডাইনিবিদ‍্যা! সমস্ত ভবিষ‍্যদ্বানী মিলে যায় কঙ্গনার, বিষ্ফোরক দাবি কুইনের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: এলন মাস্ক (Elon Musk) টুইটারের কর্তৃত্ব নিতেই চর্চায় কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। গত বছর টুইটার থেকে বিতাড়িত হয়ে এ বছর কি আবার নিজের জায়গা ফিরে পাবেন তিনি, তা নিয়েই চলছে জল্পনা কল্পনা। ইতিমধ‍্যেই এলনকে সাদরে স্বাগত জানিয়েছেন অভিনেত্রী। এবার তিনি বললেন পরাগ আগরওয়াল সহ টুইটারের প্রাক্তন সিইওদের ভাগ‍্য তিনি অনেক আগেই সঠিক ভাবে বলে দিয়েছিলেন।

টুইটার থেকে তাড়া খেয়ে ইনস্টাগ্রামে এসে ঘাটি গেঁড়েছিলেন কঙ্গনা। সেই থেকে ইনস্টা স্টোরিতেই বিভিন্ন বিষয়ে যাবতীয় মতামত শেয়ার করেন তিনগ। সেখানেই পোস্ট করে এলনকে শুভেচ্ছা জানিয়েছেন কঙ্গনা। পাশাপাশি যারা তাঁর অ্যাকাউন্টটি ফিরিয়ে দেওয়ার জন‍্য সরব হচ্ছেন তাদের টুইটের স্ক্রিনশটও শেয়ার করছেন তিনি‌।


শনিবার টুইটারে ট্রেন্ডিং তালিকার শীর্ষে হ‍্যাশট‍্যাগ কঙ্গনা রানাওয়াত। সঙ্গে অভিনেত্রীকে টুইটারে ফেরানোর দাবি আরো জোরালো। সেই সবকিছুর স্ক্রিনশট শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘সকাল থেকেই ট্রেন্ডিংয়ে। অনেকদিন আগেই প্রাক্তন টুইটার কর্তাদের ভাগ‍্য বলে দিয়েছিলাম। আরো একটা ভবিষ‍্যদ্বানী মিলে গেল।’

এরপর অভিনেত্রী লিখেছেন, ‘আমি সবসময় অদূর ভবিষ‍্যতে ঘটতে চলা ঘটনার ভবিষ‍্যদ্বানী করি। কেউ আমার দুরদর্শিতাকে এক্স রে বলে, কেউ বলে অভিশাপ আর কেউ বলে ডাইনিবিদ‍্যা। আর কতদিন এভাবে কোনো মহিলার বুদ্ধিমত্তাকে অস্বীকার করা হবে?’

কঙ্গনা আরো লিখেছেন, ‘ভবিষ‍্যদ্বানী করা সহজ নয়। এর জন‍্য উল্লেখযোগ‍্য স্বীকৃতি, মানব চরিত্রের সঠিক ব‍্যাখ‍্যা এবং দারুন পর্যবেক্ষণ ক্ষমতা প্রয়োজন। সর্বোপরি যে বিষয়টা নিয়ে ভবিষ‍্যদ্বানী করার কথা সেটা বুঝতে নিজস্ব ভাল লাগা খারাপ লাগাটাকে বিসর্জন দিতে হয়।’

প্রসঙ্গত, সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অভিযোগে গত বছর মে মাসে সাসপেন্ড করে দেওয়া হয় কঙ্গনার অ্যাকউন্ট। বাংলায় ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে মমতা বন্দ‍্যোপাধ‍্যায়কে তীব্র কটাক্ষ করেছিলেন কুইন অভিনেত্রী।

একটি টুইটে কঙ্গনা লিখেছিলেন, ‘এটা ভয়ঙ্কর। গুন্ডাইকে মারার জন‍্য আমাদের সুপার গুন্ডাই প্রয়োজন। উনি একজন ভয়াবহ দানবের মতো। তাঁকে আটকানোর জন‍্য ২০০০ সালের প্রথম দিকের বিরাট রূপটা দেখান মোদীজি।’ এরপরেই সাসপেন্ড করে দেওয়া হয় অভিনেত্রীর টুইটার অ্যাকাউন্ট। মাস্ক সেই অ্যাকাউন্ট ফেরাবে কিনা তা বলবে সময়।

সম্পর্কিত খবর

X