জালালউদ্দিন রুমি থেকে নাম বদলে করেছেন শিবা! অয়নের বিরুদ্ধে বিষ্ফোরক অভিযোগ কঙ্গনার

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সদ্য সদ্য মুক্তি পেয়েছে ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra)। বলিউডে আপাতত এই ছবি নিয়েই চর্চা চলছে। একপক্ষ ছবির। গুণগানে ব্যস্ত, অপর পক্ষ রীতিমতো তুলোধনা করছেন নির্মাতা সহ কলাকুশলীদের। এই দ্বিতীয় দলেই রয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। ব্রহ্মাস্ত্রকে ‘জঘন্য’ বলে দাবি করে প্রযোজক করন জোহরকে একহাত নিয়েছেন তিনি।

একে একে করন, পরিচালক অয়ন মুখার্জি সকলকেই আক্রমণ শানিয়েছেন ‘কুইন’ অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘করন জোহরের মতো মানুষদের নিজের কৃতকর্মের জন্য প্রশ্ন করা উচিত। নিজের ছবির চিত্রনাট্যের চেয়ে অন্যদের যৌন জীবনের প্রতি বেশি আগ্রহ তাঁর। উনি নিজেই সমস্ত তারকা, রিভিউ, টিকিট আর ভুয়ো সংগ্রহ কিনে নেন। এবার উনি হিন্দুত্ব এবং দক্ষিণী ঢেউয়ের উপরে ভরসা করে নেমেছেন।’


একাধিক দক্ষিণী তারকাদের ব্রহ্মাস্ত্রর প্রচার করতে দেখা গিয়েছে। সেটা নিয়েও তোপ দেগেছেন কঙ্গনা। তাঁর বক্তব্য, এই ব্রহ্মাস্ত্র নামক জঘন্য ছবিটা উতরে দিতে যাদের কাছে গিয়ে ভিক্ষা চাইছেন করন, ভাল চিত্রনাট্যকার, অভিনেতা, পরিচালক আগেই কেন নিয়ে নিলেন না তিনি?

এরপরেই কঙ্গনার তীর ঘুরেছে পরিচালক অয়ন মুখার্জির দিকে। তাঁর কটাক্ষ, যে বা যারা অয়নকে ‘জিনিয়াস’ বলেছেন তাদের সবার জেল হওয়া উচিত। একটা ছবি বানাতে ১২ বছর লাগিয়ে দিয়েছেন অয়ন। ১৪ জন ডিওপি আর ৮৫ জন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে বাতিল করেছেন তিনি। আর ৬০০ কোটি টাকা পুড়িয়ে ছাই করে দিয়েছেন।

এখানেই থামেননি কঙ্গনা। তাঁর আরো দাবি, ধর্মীয় ভাবাবেগ নিয়ে খেলতে ছবির নাম ‘জালালউদ্দিন রুমি’ থেকে শেষ মুহূর্তে ‘শিবা’ করে দিয়েছেন অয়ন। এই ধরণের সুবিধাবাদী, ক্ষমতালোভী মানুষজন জিনিয়াস হতে পারেন না, ক্ষোভ কঙ্গনার।

করন এবং আলিয়ার উপরে বহুদিনের রাগ কঙ্গনার। অভিনেত্রী ও প্রযোজকের প্রতিটি ছবির বিরুদ্ধে ক্ষোভ উগরে দিতে দেখা যায় তাঁকে। করন কঙ্গনার বিরুদ্ধে মুখ খুললেও আলিয়াকে কখনোই এ বিষয়ে কিছু বলতে শোনা যায়নি।

সম্পর্কিত খবর

X