বাংলাহান্ট ডেস্ক: কথায় বলে, বলিউডে নায়িকাদের মধ্যে ক্যাটফাইট হয়। কিন্তু করন জোহর (Karan Johar) এবং কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut) এই ধারণা সম্পূর্ণ বদলে দিয়েছেন। দুজনের রেষারেষি, দড়ি টানাটানি ইন্ডাস্ট্রির সমস্ত গসিপ, চর্চাকে বলে বলে গোল দিতে পারে। কঙ্গনা করনের বিবাদ অনেক পুরনো, যা এখনো চলছে। কবে থামবে বা আদৌ কোনোদিন দুজনের মত মিলবে কিনা তা কেউ নিশ্চিত করে বলতে পারে না। বরং দুজনের ঝগড়া লাগলে সেটাকে বিনোদন মনে করেই উপভোগ করে বাকিরা।
ফের একবার করনের একটি মন্তব্যের উত্তরে তুলোধনা করেছেন কঙ্গনা। আসলে সম্প্রতি নিজের আত্মজীবনী ‘অ্যান আনস্যুটেবল বয়’তে লেখা কিছু কথার প্রসঙ্গ টেনে আনেন করন। ছোটবেলায় হিন্দি ভাষা এবং যারা হিন্দিতে কথা বলতেন তাদের একদম ভাল লাগত না পরিচালক প্রযোজকের। তাঁর মনে হত হিন্দি খুব ‘ডাউন মার্কেট’।
ঠিক এই কারণেই প্রযোজক আদিত্য চোপড়াকে পছন্দ করতেন না করন। কারণ আদিত্য হিন্দিতে কথা বলতেন। তিনি আরো জানান, ছোটবেলায় আদিত্যর বাড়িতে যেতে চাইতেন না তিনি। ছোট থেকেই করন মিশতেন অভিষেক বচ্চন, শ্বেতা বচ্চন, ফারহান আখতার, জোয়া আখতারের মতো তারকা সন্তানদের সঙ্গে। এখানেও ছিল দলাদলি। আদিত্য চোপড়ার দলে করন যেতেন না, কারণ সেখানে সবাই হিন্দিতে কথা বলত।
হিন্দি ভাষার প্রতি করনের এমন অসম্মানজনক মন্তব্য নতুন বিতর্কের সৃষ্টি করে নেটমাধ্যমে। পালটা আক্রমণের সুযোগ ছাড়েননি কঙ্গনাও। তিনি লিখেছেন, ‘আমি কোনো ব্যক্তির সঙ্গে লড়াই করিনা। আমার লড়াই মানসিকতার সঙ্গে। আর ছোট শহরের হিন্দিভাষীদের বিরুদ্ধে এমন মানসিকতার মোকাবিলা আমি আগেও করেছি।’
একা কঙ্গনা নন, নেটিজেনদের একটা বড় অংশও সমালোচনা করেছেন করনের। হিন্দিভাষীদের ঘেন্না করেন, নিজেও ইংরেজিতেই বেশি কথা বলেন। তবে ছবি হিন্দিতে বানান কেন? বলিউড মানে তো হিন্দি ইন্ডাস্ট্রি। হিন্দি যদি এতই অপছন্দ হয় তাহলে বলিউডে আর ছবি বানাবেন না করন, ক্ষোভ প্রকাশ করেছেন নেটনাগরিকরা।