বাংলা হান্ট ডেস্কঃ সুশান্তের ন্যায় চেয়ে সরব হয়েছিলেন কঙ্গনা, কিন্তু এখন এই লড়াই কঙ্গনা (Kangana Ranaut) বনাম শিবসেনার (Shiv Sena) হয়ে গিয়েছে। সঞ্জয় রাউত আর কঙ্গনা রানাওয়াত ট্যুইটারে বাকযুদ্ধ চালিয়ে যাচ্ছেন। কঙ্গনা একটি ট্যুইট করে লেখেন, ‘যেই আদর্শে শ্রী বানা সাহেব ঠাকরে শিবসেনার নির্মাণ করেছিলেন, আর ক্ষমতার জন্য সেই বিচারধারাকে বিক্রি করে দিচ্ছে শিব সৈনিকরা। শিব সেনা এখন সোনিয়া সেনা হয়ে গিয়েছে, যেই গুণ্ডারা আমার অফিস ভেঙেছে, তাঁদের সিভিক বডি বলে সংবিধানের অপমান করবেন না।”
কঙ্গনা মুম্বাই ফেরার আগেই BMC কঙ্গনার দফতের বুলডোজার চালিয়ে দেয়। এবার BMC এর নজর কঙ্গনার ফ্ল্যাটে, আরেকদিকে হাইকোর্ট BMC কে বলেছে, পদক্ষেপ নেওয়াতে এত তাড়াহুড়ো কিসের? BMC কে এবার এই প্রশ্নের জবাব দিতে হবে হাইকোর্টে। আরেকদিকে দফতর ভাঙায় ক্ষুব্ধ কঙ্গনা মহারাষ্ট্র সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি বেঁচে থাকি আর নাই বা থাকি, সবার মুখোশ খুলে দিয়ে যাব।”
Fancy feminists, Bullywood activists, candle march groups and award vapsi gang has no comments on what High Court said about open murder of law and order in Maharashtra. Well done, thank you for proving me right always , you all deserve the treatment you get from me 🙂👌
— Kangana Ranaut (@KanganaTeam) September 9, 2020
এর সাথে সাথে উনি একটি ট্যুইট করে লেখেন, ‘ফ্যান্সি নারীবাদী, বলিউড কার্যকরতা, ক্যান্ডেল মার্চ গ্যাং, আর অ্যাওয়ার্ড ওয়াপসি গ্যাং মহারাষ্ট্রের আইন শৃঙ্খলাকে এভাবে গলা টিপে হত্যা করা নিয়ে একটিও কথা বলেন নি। ঠিক আছে, আমাকে সত্য প্রমাণিত করার জন্য ধন্যবাদ।”
मैं अपनी मुंबई में हूँ,अपने घर में हूँ मुझपे वार भी हुआ तो पीठ पीछे जब मैं फ़्लाइट में थी,सामने नोटिस देने की या वार करने की हिम्मत नहीं है मेरे दुश्मनों में ये जानकर अच्छा लगा,बहुत लोग मुझे पहुँचाई हुई हानि से दुखी और चिंतित हैं मैं उनके आशीर्वाद और स्नेह की आभारी हूँ 🙏 https://t.co/3YkJdLfO0y
— Kangana Ranaut (@KanganaTeam) September 9, 2020
আরকটি ট্যুইটে কঙ্গনা লেখেন, ‘আমি আমার মুম্বাইয়ে আছি, আমি ফ্লাইটে ছিলাম, তখনই আমার উপর হামলা হয়েছে পিছন দিক থেকে। সামনে এসে নোটিশ দেওয়া অথবা হামলা করার হিম্মত নেই আমার শত্রুদের, আর এটা জেনে আমারও ভালো লাগছে। অনেকেই আমার এই ক্ষতির কারণে চিন্তিত, আমি ওনাদের আশীর্বাদ আর ওনাদের স্নেহের জন্য ওনাদের ধন্যবাদ জানাই।”
तुम्हारे पिताजी के अच्छे कर्म तुम्हें दौलत तो दे सकते हैं मगर सम्मान तुम्हें खुद कमाना पड़ता है, मेरा मुँह बंद करोगे मगर मेरी आवाज़ मेरे बाद सौ फिर लाखों में गूंजेगी, कितने मुँह बंद करोगे? कितनी आवाज़ें दबाओगे? कब तक सच्चाई से भागोगे तुम कुछ नहीं हों सिर्फ़ वंशवाद का एक नमूना हो।
— Kangana Ranaut (@KanganaTeam) September 10, 2020