ক্ষমতার জন্য বালা সাহেব ঠাকরের আদর্শ বিক্রি করে শিব সেনা এখন সোনিয়া সেনা হয়ে গেছেঃ কঙ্গনা

বাংলা হান্ট ডেস্কঃ সুশান্তের ন্যায় চেয়ে সরব হয়েছিলেন কঙ্গনা, কিন্তু এখন এই লড়াই কঙ্গনা (Kangana Ranaut) বনাম শিবসেনার (Shiv Sena) হয়ে গিয়েছে। সঞ্জয় রাউত আর কঙ্গনা রানাওয়াত ট্যুইটারে বাকযুদ্ধ চালিয়ে যাচ্ছেন।  কঙ্গনা একটি ট্যুইট করে লেখেন, ‘যেই আদর্শে শ্রী বানা সাহেব ঠাকরে শিবসেনার নির্মাণ করেছিলেন, আর ক্ষমতার জন্য সেই বিচারধারাকে বিক্রি করে দিচ্ছে শিব সৈনিকরা। শিব সেনা এখন সোনিয়া সেনা হয়ে গিয়েছে, যেই গুণ্ডারা আমার অফিস ভেঙেছে, তাঁদের সিভিক বডি বলে সংবিধানের অপমান করবেন না।”

kangana 1

কঙ্গনা মুম্বাই ফেরার আগেই BMC কঙ্গনার দফতের বুলডোজার চালিয়ে দেয়। এবার BMC এর নজর কঙ্গনার ফ্ল্যাটে, আরেকদিকে হাইকোর্ট BMC কে বলেছে, পদক্ষেপ নেওয়াতে এত তাড়াহুড়ো কিসের? BMC কে এবার এই প্রশ্নের জবাব দিতে হবে হাইকোর্টে। আরেকদিকে দফতর ভাঙায় ক্ষুব্ধ কঙ্গনা মহারাষ্ট্র সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আমি বেঁচে থাকি আর নাই বা থাকি, সবার মুখোশ খুলে দিয়ে যাব।”

https://twitter.com/KanganaTeam/status/1303711861783687170

এর সাথে সাথে উনি একটি ট্যুইট করে লেখেন, ‘ফ্যান্সি নারীবাদী, বলিউড কার্যকরতা, ক্যান্ডেল মার্চ গ্যাং, আর অ্যাওয়ার্ড ওয়াপসি গ্যাং মহারাষ্ট্রের আইন শৃঙ্খলাকে এভাবে গলা টিপে হত্যা করা নিয়ে একটিও কথা বলেন নি। ঠিক আছে, আমাকে সত্য প্রমাণিত করার জন্য ধন্যবাদ।”

https://twitter.com/KanganaTeam/status/1303716356655734785

আরকটি ট্যুইটে কঙ্গনা লেখেন, ‘আমি আমার মুম্বাইয়ে আছি, আমি ফ্লাইটে ছিলাম, তখনই আমার উপর হামলা হয়েছে পিছন দিক থেকে। সামনে এসে নোটিশ দেওয়া অথবা হামলা করার হিম্মত নেই আমার শত্রুদের, আর এটা জেনে আমারও ভালো লাগছে। অনেকেই আমার এই ক্ষতির কারণে চিন্তিত, আমি ওনাদের আশীর্বাদ আর ওনাদের স্নেহের জন্য ওনাদের ধন্যবাদ জানাই।”

কঙ্গনা সেখানেই থেমে না থেকে উদ্ভব ঠাকরের উপর লাগাতার হামলা করেই চলেছে। উনি আরেকটি ট্যুইটে লেখেন, ‘তোমার বাবার ভালো কাজ, তোমাকে টাকা-পয়সা তো দিতে পারে, কিন্তু সন্মান তোমার নিজেরই কামিয়ে নিতে হয়। আমার মুখ বন্ধ করবে, কিন্তু আমার পর একশ, তারপর এক লক্ষ মানুষ সরব হবে, কজনের মুখ বন্ধ করবে? কতজনের কণ্ঠরোধ করবে? কতিদন সত্যি থেকে পালাবে, তুমি কিছুই না, তুমি শুধুমাত্র বংশবাদের একটি নমুনা।”

Koushik Dutta

সম্পর্কিত খবর