ভূতের মুখে রাম নাম! ‘বেস্ট ফ্রেন্ড’ করন জোহরকে নিজের লক আপে ভরতে চান কঙ্গনা

বাংলাহান্ট ডেস্ক: নতুন ধরনের জেল নিয়ে আসছেন কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। সেখানে তিনিই জেলার, সর্বেসর্বা। লক আপের পেছনে থাকবেন একগুচ্ছ বিতর্কিত তারকারা, যাদের দিয়ে নিজের মনমর্জি মতো কাজ করাবেন ‘কুইন’। হ‍্যাঁ, এমন ধরনের একটি রিয়েলিটি শো নিয়ে আসছেন অভিনেত্রী। আপাতত সেই শোয়ের প্রচারেই ব‍্যস্ত কঙ্গনা।

শোতে কোন কোন প্রতিযোগীরা থাকছেন তা ইতিমধ‍্যেই ঠিক হয়ে গিয়েছে। কিন্তু কঙ্গনা নিজে কোন কোন তারকাদের জেলে পুরতে চান? সাংবাদিকদের মুখোমুখি হতেই প্রশ্ন উঠেছিল। উত্তরও দেন কঙ্গনা। কিন্তু তাঁর উত্তর শুনে চোখ কপালে উঠেছে সব্বার।

karan1 1484629516

কঙ্গনা বলেন, “আমি আমার বেস্ট ফ্রেন্ড করন জোহর (Karan Johar) জি কে লক আপে ভরতে চাই। আর সেখানে তাঁর সঞ্চালনা করতে চাই। তাঁর সঙ্গে একতা কাপুরকেও আমি জেলে রাখতে চাই।” এছাড়াও আমির খান, অমিতাভ বচ্চনের মতো অভিনেতাদের দেরও তিনি জেলে ভরতে চান বলে জানান কঙ্গনা।

সদ‍্য প্রকাশ‍্যে এসেছে অভিনেত্রীর নতুন রিয়েলিটি শোয়ের ট্রেলার। সেখানে তিনি আভাস দিয়েছেন, যথেষ্ট বিতর্কিত হতে চলেছে এই শো। ২৪ ঘন্টা ধরেই নাকি দর্শকরা দেখতে পাবেন জেলের মধ‍্যে কয়েদি থুড়ি বিতর্কিত প্রতিযোগীরা কী করছেন।

শুধু তাই নয়, তাদের কাণ্ডকারখানাতেও নাকি কোনো লাগাম টানার বালাই থাকছে না। সূত্র বলছে, এমন সম্ভাবনাও থাকছে যে প্রতিযোগীদের নিজের খাবার ও বিছানার জন‍্যও লড়াই করতে হতে পারে। উপরন্তু শোটি সম্প্রচারিত হবে OTT প্ল‍্যাটফর্মে। তাই কোনো দৃশ‍্য কাটছাঁট করার কোনো ব‍্যাপার থাকছে না।

Kangana Ranaut 3

অর্থাৎ কঙ্গনার নতুন শোতে নগ্নতা বা যৌনতা সবটাই ঘটবে দর্শকদের চোখের সামনে। যেমন খুশি পোশাক পরতে পারেন প্রতিযোগীরা। নির্মাতারা নাকি কোনো রাখঢাক করতে রাজি নন। কঙ্গনা নিজেও ট্রেলারে বলেছেন, কয়েকজন তারকা এমনো রয়েছেন যারা একটু ‘খোলামেলা’ জীবন কাটাতে পছন্দ করেন। এবার তাঁদের সর্বক্ষণ ক‍্যামেরার সামনে রাখলে কী হবে তা আর বলার অপেক্ষা রাখে না।

Niranjana Nag

সম্পর্কিত খবর