বাংলাহান্ট ডেস্ক: কঙ্গনা রানাওয়াতের (Kangana Ranaut) কেরিয়ারের বিজয়তরী দুর্বার গতিতে ছুটে চলেছে। বলিউডের প্রথম সারিতে অনেক দিন আগেই জায়গা করে নিয়েছেন তিনি। পা রেখেছেন দক্ষিণী ইন্ডাস্ট্রিতেও। প্রখ্যাত অভিনেত্রী তথা রাজনীতিবিদ জয়ললিতার বায়োপিক ‘থালাইভা’তে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন কঙ্গনা। এবার ফের সাউথের উদ্দেশে পা বাড়াচ্ছেন তিনি।
জনপ্রিয় তামিল ছবি ‘চন্দ্রমুখী’র সিক্যুয়েল আসতে চলেছে খুব শীঘ্রই। সেই ছবিতেই মুখ্য চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। এ সুখবর তিনি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লিখেছেন, ‘কিংবদন্তি পি বাসু জি-র সঙ্গে আরো একটি তামিল ছবি করতে পেরে উচ্ছ্বসিত’।
২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘চন্দ্রমুখী’ ছবিটি পরিচালনা করেছিলেন পি বাসু। সিক্যুয়েল ছবিটিও পরিচালনা করছেন তিনিই। ছবিতে নর্তকী চন্দ্রমুখীর ভূমিকায় দেখা যাবে কঙ্গনাকে। প্রথম ছবিতে দেখা গিয়েছিল জ্যোতিকাকে। এই ছবিতে অভিনেতা কৌতুকশিল্পী ভাদিভালুকেও দেখা যাবে আবার। কঙ্গনার বিপরীতে রয়েছেন রাঘব লরেন্স।
উল্লেখ্য, চন্দ্রমুখী ছবিটিও একটি মালয়ালম ছবির তামিল রিমেক ছিল। ‘ভুলভুলাইয়া’ আবার সেই ছবির হিন্দি রিমেক। কয়েক মাস আগেই মুক্তি পেয়েছে হিন্দি ছবি ‘ভুলভুলাইয়া ২’। চন্দ্রমুখীর সিক্যুয়েলও কি এই ছবিরই অনুকরণে হবে? উত্তর এখনো অজানা।
প্রসঙ্গত, এই মুহূর্তে কঙ্গনা প্রস্তুতি নিচ্ছেন নিজের আসন্ন ছবি ‘এমার্জেন্সি’র। ছবিটি তিনি নিজেই পরিচালনা করবেন। ‘এমার্জেন্সি’ ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করতে চলেছেন কঙ্গনা। আপাতত এই ছবির জন্যই রেইকি করছেন অভিনেত্রী ও তাঁর টিম। পাহাড়ি নদী, জঙ্গলের মধ্যে দিয়ে শুটিংয়ের জন্য সঠিক জায়গা খুঁজতে দেখা গিয়েছিল তাঁদের।
তিনি বলেছিলেন, এক বছরেরও বেশি সময় ধরে এমার্জেন্সি ছবির উপরে কাজ করছিলেন তিনি। তারপরেই তিনি উপলব্ধি করেন, তাঁর থেকে ভালভাবে কেউ পরিচালনা করতেই পারত না। ছবির চিত্রনাট্য লিখেছেন রিতেশ শাহ।