নটী বিনোদিনী হচ্ছেন কঙ্গনা রানাওয়াত! দেব-প্রেমিকা রুক্মিনী কি তবে বাদ পড়লেন?

বাংলাহান্ট ডেস্ক: বাংলা নাট‍্যজগতের ইতিহাসে যে দিকপাল ব‍্যক্তিত্বরা ছিলেন তাঁদের মধ‍্যে একজনের নাম না করলেই নয়। নটী বিনোদিনী (Noti Binodini)। শোনা যায়, স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংসও একবার বিনোদিনীর অভিনয় দেখতে গিয়েছিলেন। আশীর্বাদ করে বলেছিলেন, তোমার চৈতন‍্য হোক। এহেন এক ঐতিহাসিক চরিত্র নিয়ে ছবি তৈরির ধুম পড়েছে বাংলা ও হিন্দি ইন্ডাস্ট্রিতে। প্রথমে টলিউডে আর এবার বলিউডে।

হিন্দি ছবিতে নটী বিনোদিনীর চরিত্রে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে (Kangana Ranaut)। পরিচালক প্রদীপ সরকার। কঙ্গনা নিজেই এক বিবৃতিতে এ খবরে শিলমোহর দিয়েছেন। সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রদীপ সরকারের মতো পরিচালক এবং প্রকাশ কাপাডিয়ার মতো প্রযোজকের সঙ্গে কাজ করার জন‍্য।

kangana 575
কঙ্গনা জানান, তিনি প্রদীপ সরকারের খুব বড় ভক্ত। একসঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তাই খুবই খুশি তিনি। পাশপাশি এই প্রথম প্রকাশ কাপাডিয়ার সঙ্গেও কাজ করতে চলেছেন কঙ্গনা। তাঁর কথায়, দেশের অন‍্যতম দক্ষ শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি উচ্ছ্বসিত।

জানা যাচ্ছে, বড় বাজেটে তৈরি হতে চলেছে নটী বিনোদিনীর বায়োপিক। আগামী বছরেই ছবির কাজ শুরু করে দেবেন কঙ্গনা। যদিও বিষয়টা নিয়ে এখনো মুখে কুলুপ এঁটে রেখেছেন নির্মাতারা। উল্লেখ‍্য, পরিণীতা, মর্দানি, হেলিকপ্টার ইলার মতো ছবির পরিচালনা করেছেন প্রদীপ সরকার।

অন‍্যদিকে দেবদাস, পদ্মাবত, তানাজি: দ‍্য আনসাং ওয়ারিয়ারের মতো ছবির প্রযোজক থেকেছেন প্রকাশ কাপাডিয়া। প্রসঙ্গত, এর আগে শোনা গিয়েছিল, নটী বিনোদিনী বায়োপিকের জন‍্য নাকি ঐশ্বর্য রাই বচ্চনকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু বিষয়টা নিয়ে ঐশ্বর্য বা ছবি নির্মাতারা কোনো মন্তব‍্য করেননি এখনো পর্যন্ত।

Rukmini Maitra
এদিকে টলিউডেও তৈরি হচ্ছে নটী বিনোদিনীর বায়োপিক। মুখ‍্য চরিত্রে রয়েছেন রুক্মিনী মৈত্র। জানা গিয়েছে, ২০১৯ সালে এই ছবির ঘোষনা করেছিলেন পরিচালক রামকমল মুখোপাধ‍্যায়। বেশ বড় বাজেটের পিরিয়ড ড্রামা হতে চলেছে। কিন্তু সে সময়ে ছবির শুটিং বন্ধ হয়ে গিয়েছিল করোনার কারণে। অতিমারি বিদায় নিতে আবারো ছবির কাজ শুরু করছেন পরিচালক। ছবির প্রযোজনার দায়িত্বে দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারস এবং অ্যাসর্টেড মোশন পিকচার্স।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর