বাংলাহান্ট ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বরাবর দেশি ব্র্যান্ডগুলির প্রচার এবং ব্যবহারের উপরে জোর দেওয়ার কথা বলেন। বিদেশি ব্র্যান্ড আপন করার থেকে নিজেদের দেশের তৈরি জিনিস বেছে নেওয়া পরামর্শ দিয়েছেন। এবার তাঁরই সুরে সুর মেলালেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)।
৬০০ টাকার শাড়ি পরে দেশি ব্র্যান্ডদের প্রচার করলেন অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন কঙ্গনা। কালো পাড়ের নীল রঙের একটি শাড়ি পরে দেখা মেলে তাঁর। কঙ্গনার হাতের ব্যাগটিও নজর এড়ায়নি কারোর। ক্যাপশনে কঙ্গনা জানিয়েছেন, শাড়িটি কলকাতা থেকে মাত্র ৬০০ টাকায় কিনেছিলেন তিনি।
কঙ্গনা লিখেছেন, ‘স্টাইল মানে শুধু আন্তর্জাতিক ব্র্যান্ডগুলির দাসত্ব করা নয়। অতি জাতীয়তাবাদী হও। নিজেদেরগুলো প্রচার করো। তোমার প্রত্যেকটা কাজ দেশের জন্য লাভবান হওয়া চাই। স্থানীয় জিনিস কিনলে বহু মানুষের পেট ভরবে। স্থানীয়র জন্য সুর চড়াও। জয় হিন্দ!’
৬০০ টাকার শাড়ি কঙ্গনা পরেছেন ঠিকই, কিন্তু তাঁর হাতের বিদেশি ব্র্যান্ডের ব্যাগটিও একই ভাবে নজর কেড়েছে সবার। Lady Dior ব্র্যান্ডের ব্যাগটির ভারতে বাজারমূল্য প্রায় ৩.৫ লাখ টাকা। অনেকে কটাক্ষ করেছেন, ৬০০ টাকার শাড়ি পরে দেশি জিনিসপত্রের জন্য সুর চড়াচ্ছেন কঙ্গনা, বিদেশি ব্র্যান্ডের কাছে মাথানত করতে বারণ করছেন। এদিকে নিজেই বিদেশি জিনিস নিয়ে ঘুরে বেড়াচ্ছেন কঙ্গনা! অভিনেত্রীকে ‘ভণ্ড’ বলেও খোঁচা দিয়েছেন অনেকে।
প্রসঙ্গত, সম্প্রতি হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরকে নিজের বাড়িতে আমন্ত্রণ করেছিলেন হিমাচলের মেয়ে কঙ্গনা। প্রাতরাশের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তিনি লিখেছিলেন, ‘আজ বাড়িতে মাননীয় মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুরের সঙ্গে আলাপ হওয়ার সৌভাগ্য হল। হিমাচলের প্রতি ওঁর সারল্য এবং ভালবাসা অনুপ্রেরণামূলক।’