মিডিয়ার বিরুদ্ধে তোপ বলিউডের, ফের বোমা ফাটালেন ক্ষুব্ধ কঙ্গনা রানাওয়াত

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুর পর থেকে কয়েক মাস ধরে বলিউডের (bollywood) বেশ কয়েকজন তারকার বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষনা করেছিল কয়েকটি সংবাদ সংস্থা। এই নিয়ে সেই সময় অনেকেই সরব হয়েছিল। এবার পালটা আঘাত হানল বলিউড। এই সংবাদ সংস্থা গুলির বিরুদ্ধে মানহানির অভিযোগ এনে আইনি পথে হাঁটল প্রায় সমস্ত প্রথম সারির প্রযোজনা সংস্থা।

কঙ্গনা রানাওয়াতও (kangana ranawat) সুশান্তের মৃত‍্যুর পর থেকেই বলিউডের একাংশের বিরুদ্ধে একের পর এক তোপ দেগেছেন সোশ‍্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, বিভিন্ন সংবাদ সংস্থার সাক্ষাৎকারেও তাঁকে তীব্র কটাক্ষ করতে দেখা গিয়েছে বলিপাড়ার প্রথম সারির তারকাদের বিরুদ্ধে। এবার ইন্ডাস্ট্রির এই পালটা আঘাতে বেশ ক্ষুব্ধ হয়েছেন কুইন অভিনেত্রী।

kangana 2

ফের একটি টুইটে বোমা ফাটিয়েছেন কঙ্গনা। তিনি লিখেছেন, ‘বুলিউড হল মাদক, শোষন, নেপোটিজম ও জিহাদে ভরা একটি নর্দমা। এই নর্দমা পরিষ্কার করার বদলে এটার ঢাকনা খুলে রাখা হয়েছে। আমার বিরুদ্ধেও মামলা করো। যতদিন আমি বেঁচে থাকব ততদিন সবার মুখোশ খুলে দিতে থাকব।’

তিনি আরো লেখেন, ‘বড় হিরোরা শুধু যে মহিলাদের বস্তুরূপে দেখে তাই নয়, তরুণীদের শোষনও করে। সুশান্ত সিং রাজপুতের মতো তরুণ ছেলেদের এরা উঠে আসতে দেয় না। ৫০ বছর বয়সেও এরা স্কুল পড়ুয়াদের চরিত্রে অভিনয় করতে চায়। তাদের চোখের সামনে কোনো অন‍্যায় হলেও এরা কারোর পক্ষে সরব হন না।’

 

এখানেই শেষ নয়। কঙ্গনা আরো লেখেন, ‘ফিল্ম ইন্ডাস্ট্রিতে একটা অলিখিত আইন আছে। তুমি আমার নোংরামিটা গোপন রাখো, আমিও তোমারটা রাখবো। এভাবেই তারা নিজেদের আনুগত‍্য বজায় রাখে। যেদিন থেকে আমি জন্মেছি আমি দেখে আসছি ফিল্মি পরিবারের কয়েকজন পুরুষই ইন্ডাস্ট্রিটা শাসন করে। এটা কবে পরিবর্তন হবে।’

 

কঙ্গনা যোগ করেন, ‘বহু বছর ধরে বলিউডে বুলি করা শোষনের বিরুদ্ধে আমি বলে আসছি। একজন শিল্পী মৃত। সুশান্তের মৃত‍্যুর পর যদি বলিউডের এই নর্দমা পরিস্কার শুরু হয় তাতে ওদের এত সমস‍্যা হচ্ছে কেন? আমার কাছেও এর বিস্তৃত খবর রয়েছে।’

প্রসঙ্গত, দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেছে বলিউডের প্রযোজনা সংস্থা গুলি। রিপাবলিক টিভি, টাইমস নাও এর মতো প্রখ‍্যাত সংবাদ সংস্থা তো বটেই, অর্ণব গোস্বামী, নভিকা কুমার, প্রদীপ ভান্ডারি ও রাহুল শিবশঙ্কর নামে চার সাংবাদিকের নামও এই পিটিশনে রয়েছে বলে জানা গিয়েছে।

প্রযোজনা সংস্থা গুলির অভিযোগ, সুশান্তের মৃত‍্যুর পর গোটা বলিউডকে নানা রকম ভাবে হেনস্থা ও অপমান করেছে এই সংবাদ সংস্থা গুলি। বলিউড তারকাদের বিরুদ্ধে ভুয়ো খবর রটানো, তাদের মাদকাসক্ত তকমা দেওয়া হয়েছে। এমনকি বলা হয়েছে দুবাইয়ের টাকায় বলিউড তারকাদের এই দুর্গন্ধ দূর হবে না। বলিউড তারকাদের এই সম্মান হানির কারনেই সংবাদ সংস্থা তথা সাংবাদিকদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে প্রযোজনা সংস্থা গুলি।

Niranjana Nag

সম্পর্কিত খবর